সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ১০ উপশাখা ও ৭ এটিএম বুথ উদ্বোধন



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ১০ উপশাখা ও ৭ এটিএম বুথ উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ১০ উপশাখা ও ৭ এটিএম বুথ উদ্বোধন

  • Font increase
  • Font Decrease

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ১০টি উপশাখা ও ৭টি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ২২ মার্চ প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখা ও এটিএম বুথগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নুল আবেদীন। উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ মনিরুজ্জামান ও আইসিটি ডিভিশনের প্রধান হোসাইন মোহাম্মদ ফয়সাল সহ ঊর্ধ্বতন নির্বহীগণ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার মেয়র মোঃ আবুল খায়ের, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে উপশাখা, এটিএম বুথ ও এজেন্ট আউটলেট উদ্বোধনের মাধ্যমে ব্যাংকিংকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করছি। তিনি গ্রাহকদের ব্যাংকের সেবা গ্রহণের আহ্বান জানান এবং ব্যাংকের সকল কর্মকর্তাকে সততা ও আন্তরিকতার সাথে গ্রাহকদের সেবা প্রদানের পরামর্শ দেন।

নতুন ১০টি উপশাখা হচ্ছে- ঢাকার রায়েরবাগে, নেত্রকোণার পূর্বধলার শ্যামগঞ্জে, সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল ও বেলকুচিতে, লাকসামের দৌলতগঞ্জ বাজারে, সাতক্ষীরা সদরে আবাদের হাট বাজার, আশাশুনির গোয়ালডাঙা বাজারে ও শ্যামনগরের নূর নগরে, সিলেটের বিয়ানিবাজারের আছিরগঞ্জে এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জে।

নতুন ৭টি এটিএম বুথ হচ্ছে- ঢাকার গুলিস্তানে, ভৈরব বাজারে, চট্টগ্রামের হাটহাজারীর ইছাপুরে, খাগড়াছড়িতে, সিলেটের ঢাকা দক্ষিণে, হবিগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এবং কুমিল্লার লাকসাম রোডে হোটেল নূরজাহানে।

ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ১.৩১ লাখ কোটি টাকা



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় ১০ হাজার ৯৫৪ কোটি টাকা বেড়ে ১ কোটি ৩১ হাজার ৬২১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, খেলাপি ঋণ তিন মাস আগের তুলনায় ৯ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে।

সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও খেলাপি ঋণ বাড়ছে, যা চ্যালেঞ্জিং এবং চিন্তার কারণ হয়ে উঠছে।।

তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা।

কোভিড-১৯ পরবর্তী সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে, যখন দুর্বল ব্যবসার কারণে ব্যবসায়ীকেরা ঋণের কিস্তি পরিশোধ করা থেকে বিরত ছিল।

মহামারি চলাকালীন কেন্দ্রীয় ব্যাংক ঋণের নিয়মিত পরিশোধের ওপর একটি স্থগিতাদেশ ঘোষণা করেছিল, যা বিপুল সংখ্যক ঋণগ্রহীতাকে খেলাপি হতে সাহায্য করেছিল।

স্থগিতের সুবিধা প্রত্যাহারের পর, খেলাপি ঋণের পরিমাণ গত বছরের ডিসেম্বরে ১ দশমিক ২০ লাখ কোটি টাকার বেশি বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ইউএনবিকে বলেন, একদল ব্যবসায়িক প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংককে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে।

তিনি বলেন, সুশাসনের অভাবে কিছু সংগঠিত গোষ্ঠী তাদের সামর্থ্যের চেয়ে বেশি টাকা ঋণ হিসেবে নিয়েছে, যা খেলাপি ঋণ বৃদ্ধির কারণ।

;

সোনার দাম ভরিতে ১৭৪৯ টাকা কমল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার নতুন দর সোমবার (২৯ মে) থেকে কার্যকর হবে।

রোববার (২৮ মে) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা থেকে কমে ৯৬ হাজার ৬৯৫ টাকা হলো।

এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বেড়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯৬ হাজার ৬৯৫ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে।

এদিকে, সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

;

লিড ব্যাংক হিসেবে রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলন এবি ব্যাংকের



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
লিড ব্যাংক হিসেবে রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলন এবি ব্যাংকের

লিড ব্যাংক হিসেবে রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলন এবি ব্যাংকের

  • Font increase
  • Font Decrease

এবি ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে শনিবার (২৭ মে) রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলনের আয়োজন করেছে। শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে অবগত করা এবং তাদের সঞ্চয়ের মানষিকতা গড়ে তোলা ছিল এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

জেলার ৪৬টি স্কুলের ৩০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই সম্মেলন আয়োজিত হয়।

এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. রেজাউল শাহরিয়ার, ইভিপি, এবি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ব্যাংকের ঢাকা ও রাজশাহী অফিসের কর্মকর্তারা ও অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তারাসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

;

বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে ২টি বাইক জিতলেন গ্রাহক



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে ২টি বাইক জিতলেন গ্রাহক

বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে ২টি বাইক জিতলেন গ্রাহক

  • Font increase
  • Font Decrease

‘বাইক হবে তার, বিকাশ থেকে গ্রামীণফোনে সর্বোচ্চ রিচার্জ যার’ ক্যাম্পেইনের মোটরবাইক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিকাশ। এছাড়াও, দুই পর্বের ক্যাম্পেইনে মোট ১,২০০ গ্রাহক জিতে নেন ক্যাশব্যাক, কুপনসহ বিভিন্ন পুরস্কার।

রোববার (২৮ মে) বিকাশের প্রধান কার্যালয়ে মোটরবাইক বিজয়ীর হাতে প্রতিকী চাবি তুলে দেন বিকাশের কমার্শিয়াল বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাফায়াতুল ইসলাম খান এবং ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল ইসলাম চৌধুরী।

বিকাশের অন্যতম জনপ্রিয় সেবা মোবাইল রিচার্জে গ্রাহকদের আরও উৎসাহিত করতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। গ্রাহকদের অভূতপূর্ব সাড়া ও আগ্রহের কারণে ২৩-২৯ মে, ২০২৩ পর্যন্ত তৃতীয়বারের মত ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। এবারও বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে সর্বোচ্চ রিচার্জে বাইকসহ অসংখ্য পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

বিকাশের ফেসবুক পেজ ও www.bkash.com/page/bKash-GP-Bike3 - এই লিংকে অফারের বিস্তারিত জানতে পারবেন গ্রাহক।

;