এলপিজির ১২ কেজিতে দাম কমল ২৪৪ টাকা, নতুন দর ১১৭৮ টাকা



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে ১১৭৮ টাকা নির্ধারণ করা হয়। যা গত মার্চে ছিল ১৪২২ টাকা এবং ফেব্রুয়ারিতে ছিল ১৪৯৮ টাকা।

অন্যদিকে অটোগ্যাস লিটার ৫৪.৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মোঃ নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মোঃ হেলাল উদ্দিন, আবুল খায়ের মোঃ আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান।

২০২১ সালের এপ্রিলে সর্বপ্রথম দেশে বেসরকারি পর্যায়ে বিক্রি হওয়া এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল। সেই থেকে প্রতিমাসেই নিয়ম করে দাম সমন্বয় চলছে।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর‌্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয়েছিল আমদানি নির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে।সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অরপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

তবে বিইআরসির ঘোষিত দর বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। তাদের অভিযোগ হচ্ছে বাজারে নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা তার ইচ্ছামত দর আদায় করছেন। এ বিষয়ে বিইআরসির বক্তব্য হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ১.৩১ লাখ কোটি টাকা



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় ১০ হাজার ৯৫৪ কোটি টাকা বেড়ে ১ কোটি ৩১ হাজার ৬২১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, খেলাপি ঋণ তিন মাস আগের তুলনায় ৯ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে।

সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও খেলাপি ঋণ বাড়ছে, যা চ্যালেঞ্জিং এবং চিন্তার কারণ হয়ে উঠছে।।

তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা।

কোভিড-১৯ পরবর্তী সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে, যখন দুর্বল ব্যবসার কারণে ব্যবসায়ীকেরা ঋণের কিস্তি পরিশোধ করা থেকে বিরত ছিল।

মহামারি চলাকালীন কেন্দ্রীয় ব্যাংক ঋণের নিয়মিত পরিশোধের ওপর একটি স্থগিতাদেশ ঘোষণা করেছিল, যা বিপুল সংখ্যক ঋণগ্রহীতাকে খেলাপি হতে সাহায্য করেছিল।

স্থগিতের সুবিধা প্রত্যাহারের পর, খেলাপি ঋণের পরিমাণ গত বছরের ডিসেম্বরে ১ দশমিক ২০ লাখ কোটি টাকার বেশি বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ইউএনবিকে বলেন, একদল ব্যবসায়িক প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংককে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে।

তিনি বলেন, সুশাসনের অভাবে কিছু সংগঠিত গোষ্ঠী তাদের সামর্থ্যের চেয়ে বেশি টাকা ঋণ হিসেবে নিয়েছে, যা খেলাপি ঋণ বৃদ্ধির কারণ।

;

সোনার দাম ভরিতে ১৭৪৯ টাকা কমল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার নতুন দর সোমবার (২৯ মে) থেকে কার্যকর হবে।

রোববার (২৮ মে) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা থেকে কমে ৯৬ হাজার ৬৯৫ টাকা হলো।

এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বেড়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯৬ হাজার ৬৯৫ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে।

এদিকে, সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

;

লিড ব্যাংক হিসেবে রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলন এবি ব্যাংকের



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
লিড ব্যাংক হিসেবে রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলন এবি ব্যাংকের

লিড ব্যাংক হিসেবে রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলন এবি ব্যাংকের

  • Font increase
  • Font Decrease

এবি ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে শনিবার (২৭ মে) রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলনের আয়োজন করেছে। শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে অবগত করা এবং তাদের সঞ্চয়ের মানষিকতা গড়ে তোলা ছিল এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

জেলার ৪৬টি স্কুলের ৩০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই সম্মেলন আয়োজিত হয়।

এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. রেজাউল শাহরিয়ার, ইভিপি, এবি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ব্যাংকের ঢাকা ও রাজশাহী অফিসের কর্মকর্তারা ও অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তারাসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

;

বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে ২টি বাইক জিতলেন গ্রাহক



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে ২টি বাইক জিতলেন গ্রাহক

বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে ২টি বাইক জিতলেন গ্রাহক

  • Font increase
  • Font Decrease

‘বাইক হবে তার, বিকাশ থেকে গ্রামীণফোনে সর্বোচ্চ রিচার্জ যার’ ক্যাম্পেইনের মোটরবাইক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিকাশ। এছাড়াও, দুই পর্বের ক্যাম্পেইনে মোট ১,২০০ গ্রাহক জিতে নেন ক্যাশব্যাক, কুপনসহ বিভিন্ন পুরস্কার।

রোববার (২৮ মে) বিকাশের প্রধান কার্যালয়ে মোটরবাইক বিজয়ীর হাতে প্রতিকী চাবি তুলে দেন বিকাশের কমার্শিয়াল বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাফায়াতুল ইসলাম খান এবং ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল ইসলাম চৌধুরী।

বিকাশের অন্যতম জনপ্রিয় সেবা মোবাইল রিচার্জে গ্রাহকদের আরও উৎসাহিত করতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। গ্রাহকদের অভূতপূর্ব সাড়া ও আগ্রহের কারণে ২৩-২৯ মে, ২০২৩ পর্যন্ত তৃতীয়বারের মত ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। এবারও বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে সর্বোচ্চ রিচার্জে বাইকসহ অসংখ্য পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

বিকাশের ফেসবুক পেজ ও www.bkash.com/page/bKash-GP-Bike3 - এই লিংকে অফারের বিস্তারিত জানতে পারবেন গ্রাহক।

;