পৃথিবীতে এখন অর্থনীতির টালমাটাল অবস্থা। বাংলাদেশ ও তার বাহিরে নয়। এরই মধ্যেই বিশ্ব ক্রিকেটের মহাউৎসব -এর ডামাডোল বেজে উঠেছে। ক্রিকেট পাগল বাঙালী জাতি ক্রিকেট জ্বর -এ ভুগছে। তাদের এ আনন্দে শরিক হতে যমুনা ইলেকট্রনিক্স নামমাত্র কিস্তিতে গ্রাহকদের চাহিদানুসারে বিশাল ছাড়ে এল ই ডি টিভি দিচ্ছে। ০% ইন্টারেস্টে ৬ মাসের সহজ কিস্তিতে সহজ শর্তে দেশব্যাপি ছড়িয়ে থাকা যমুনা প্লাজা থেকে আজই বিশ্বমানের যমুনা এল ই ডি টিভি কিনুন।
ক্রিকেটের এই মহা উৎসবে যমুনা নিয়ে এলো “টাইগার ড্রাইভ” অফার। যমুনা এল ই ডি টিভি কিনলেই সর্বোচ্চ ৪৫ পারসেন্ট (৪৫%) পর্যন্ত ডিস্কাউন্ট। বড় স্ক্রিনে বিশ্বকাপ দেখতে কার না ভাল লাগে, তাই যমুনা লেটেস্ট ৫৫" ফার ফিল্ড ভয়েস কন্ট্রোল দিচ্ছে ৩৩,২০০/- টাকার বিশাল ছাড়। যা মাত্র ৬৪,৮০০/- টাকায় কাস্টমার কিনতে পারবে। এছাড়াও মাত্র ১৪,৮০০/- টাকায় ৩২" বেসিক, ২২,৮০০/- টাকায় ৩২" স্মার্ট ভয়েস কন্ট্রোল, ৩২,৮০০/- টাকায় ৪৩" স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি পাওয়া যাচ্ছে। যমুনা প্লাজায় এছাড়াও থাকছে নিশ্চিত ক্যাশ ডিস্কাউন্ট , এক্সচেঞ্জ অফার, জিরো পারসেন্ট (০% ) ইন্টারেস্টে ৬মাসের নগদ কিস্তি ও ইএমআই সুবিধা । ক্রিস্টাল ক্লিয়ার ঝকঝকে ছবি আর নিখুঁত শব্দে টিভি দেখার এক নতুন অভিজ্ঞতা যমুনা এল.ই.ডি.টিভি। স্মার্ট এল.ই.ডি টিভি কেনা অনেকেরই শখ কিন্তু সাধ্যের কারনে অনেক সময় কেনা হয়ে ওঠে না। তাইতো সাধ ও সাধ্যের মিল-বন্ধন ঘটাতে যমুনা বাজারে নিয়ে এলো অত্যাধুনিক
প্রযুক্তির স্মার্ট এল.ই.ডি টিভি। কালের পথ-পরিক্রমায় অন্যসব প্রযুক্তির মত টিভির প্রযুক্তিতেও যোগ হচ্ছে নিত্য নতুন অধ্যায়। চমকপ্রদ সব প্রযুক্তি আর value Added Service নিয়ে যমুনা এল.ই.ডি টিভি এখন আপনার পরিবারেরই অংশ।
যমুনা এল.ই.ডি টিভির আকর্ষণীয় ন্যারো বেজেল ডিজাইন, আলট্রা-হাই-ডেফিনেশন ডিসপ্লে, ডলবি ডিজিটাল সাউন্ড টিভি দেখার ক্ষনকে আরো রাঙিয়ে তুলবে, যমুনা এল.ই.ডি টিভির হাই কোয়ালীটি রেজুলেশন, কন্ট্রাস্ট রেশিও এবং সুপার ব্রাইটনেস স্ক্রিন টিভি দেখার মুহূর্তকে করবে আরো প্রাণবন্ত। এর স্মার্ট অ্যান্ড্রয়েড ফিচারস্ র্যাম,রোম, ইন্টারনেট ব্রাউজিং-এ আপনার প্রয়োজনীয় কাজগুলো সহজেই করা যাবে।
যমুনা টিভির স্ক্রিনকাস্ট অ্যাপ্স দিয়ে সহজেই মোবাইলের ছবি ও ভিডিও শেয়ার করা যায়, ভিডিও কল ও স্মরণীয় মুহূর্তগুলো যমুনা এল.ই.ডি টিভিতে শেয়ার করা যায়। যমুনা টিভির ফার-ফিল্ড ভয়েস কন্ট্রোল সিস্টেম যা রিমোট ছাড়াই আপনার কমান্ড শুনবে। সুতারং ইউটিউব সহ অন্যান্য এন্টারটেইনমেন্ট অ্যাপ্স মুহূর্তেই আপনার কমান্ড অনুযায়ী অপারেট হবে। যমুনা এল.ই.ডি টিভির Blue Ray গ্লাস চোখ ও পরিবেশের কোণ ক্ষতি করে না। তাইতো আনলিমিটেড এন্ট্রারটেইনমেন্ট যখন-তখন।
অনলাইনে কিনতে ভিজিট করুন www.estorejamun.com-এ ।