বড় লোকসানের খবর জানাল বেক্সিমকো

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের প্রথম প্রান্তিকে আয় করলেও এবার বড় লোকসান হয়েছে কোম্পানিটির।

রোববার (৫ নভেম্বর) বেক্সিমকোর পর্ষদ সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সোমবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এসব তথ্য জানায় কোম্পানিটি।

বিজ্ঞাপন

জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে বেক্সিমকোর শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা। এতে তিন মাসে কোম্পানিটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৭৯৬ টাকায়। ২০২২ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ৮৩ পয়সা।

বেক্সিমকো বলছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির রাজস্ব কমেছে। ফলে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক হয়েছে। এছাড়াও গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটি বড় লোকসান দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, দীর্ঘদিন ধরেই ফ্লোর প্রাইসে (শেয়ারের সর্বনিম্ন দর) পড়ে আছে বেক্সিমকোর শেয়ার। ফলে বিনিয়োগকারীরা চাইলেও শেয়ারটি কিনতে পারছে না। সর্বশেষ ঢাকা স্টক এক্সেচেঞ্জে বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকা ৬০ পয়সা দরে। ফ্লোর প্রাইসের কারণে এর থেকে কম দামে ডিএসইর মূল মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন সম্ভব নয়।