শেয়ারবাজারে ৩০ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন গত ৩০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৬ নভেম্বর) ডিএসইতে ২৯৫ প্রতিষ্ঠানের ১৩ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ২৬০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকা। এর আগে গত ২১ সেপ্টেম্বরের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। ২১ সেপ্টেম্বর এক্সচেঞ্জটিতে ৭৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজ্ঞাপন

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও এক্সচেঞ্জটির মূল্য সূচকে ছিল মিশ্র প্রবণতা। প্রধান সূচক 'ডিএসই এক্স' আজ ২ দশমিক ৫৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে সোমবার শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচকও বেড়েছে। আজ 'ডিএসই এস' সূচকে যোগ হয়েছে ২ দশমিক ২৪ পয়েন্ট। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক দশমিক ০৮ পয়েন্ট হারিয়েছে।

বিজ্ঞাপন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬২টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৮৭টির। বিপরীতে মাত্র ৮৭ প্রতিষ্ঠানের শেয়ারদর আজ বেড়েছে।

সবচেয়ে বেশি শেয়ার হাতবদলের মাধ্যমে সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। একদিনে কোম্পানিটির ৩৪ কোটি ৯৪ লাখ ২৭ হাজার টাকা মূল্যের ৮৩ লাখ ১৪ হাজার ৫৭২টি শেয়ার হাতবদল হয়েছে।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ৩৩ দশমিক ০৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এক্সেচঞ্জটিতে একদিনে ১৮৩ কোম্পানির ৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।