এনডিই (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড) ভ্যাট চালান জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিচালক (অর্থ ও হিসাব) সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হয়েছে উপ-পরিচালক (আইন ও বিধি) নিশিত কুমারকে।
তদন্ত কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বার্তা২৪.কমকে বলেছেন, আমি আজকে (৯ ফেব্রুয়ারি) চিঠি পেয়েছি। আমরা দ্রুতই কাজ শুরু করবো।
ভ্যাটের ভুয়া চালান জমা দেওয়ার বিষয়ে অনেক আগেই শোকজ করা হয় এনডিইকে। সেই শোকজের জবাব পেয়েছেন কি-না? এমন প্রশ্নের জবাবে বলেন, আমি ফাইল না দেখে কিছু বলতে পারছিনা। চিঠি পেয়েছি এখন ফাইল দেখা শুরু করবো।
বিগত আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা এনডিই (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড) ভ্যাটের চালান জালিয়াতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) লাইসেন্স ফির বিপরীতে জমা করা ভ্যাটের চালান ভুয়া বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ব্যাংক। এনডিই নামে বিটুমিন মজুদের লাইসেন্স রয়েছে। কোম্পানিটি ৯ জানুয়ারি নবায়ন ফি ৭০ হাজার টাকার পে অর্ডার এবং ভ্যাট বাবদ ১০ হাজার ৫০০ টাকার চালান জমা দেন। ভ্যাটের চালান হিসেবে অনলাইন ব্যাংকিং অর্থ জমা গ্রহণ স্লিপ জমা দেন। কোম্পানিটির খোদ ব্যবস্থাপনা পরিচালক রায়হান মোস্তাফিজ ফরোয়াডিংসহ ওই চালান জমা দেন।
সোনালী ব্যাংক কারওয়ান বাজার শাখার ওই ভ্যাট চালানটি সন্দেহ হলে সোনালী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বিইআরসি। সোনালী ব্যাংক চালান টি ভুয়া বলে প্রত্যায়ন করে চিঠি দিয়েছে। তারা বলেছে, তাদের ব্যাংক থেকে সেটি ইস্যু করা হয় নি। আর স্বাক্ষরও সঠিক নয়।
ওই ঘটনা ধরার পড়ার পর বিইআরসি তাদের আগের ভ্যাটের চালানগুলো যাচাই-বাছাই করা সিদ্ধান্ত নিয়েছে। সোনালী ব্যাংকের চিঠি পাওয়ার পর এনডিইকে শোকজ করে বিইআরসি। এতে বলা হয়েছে, লাইসেন্স ফির সঙ্গে জমা করা ভ্যাটের চালান জমা দিয়েছেন। উক্ত রশিদের উপর সোনালী ব্যাংক কারওয়ান বাজার শাখার সিল রয়েছে (২৬/১২/২০২৪)। উক্ত সিলটি সংশ্লিষ্ট ব্যাংকের শাখার নয় বলে ব্যাংকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অবহিত হওয়া গেছে। বিধায় রশিদটি জাল বলে প্রতীয়মান হয়।
বর্ণিতাবস্থায় লাইসেন্স নবায়ন আবেদনের সাথে ভ্যাট বাবদ টাকা জমা প্রদানের জাল রশিদ দাখিল করায় কেন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বার্তা২৪.কমকে বলেছেন, এনডিইকে শোকজ করা হয়েছিল, তারা একটি জবাব দিয়েছে। তারা ভুল স্বীকার করেছে, বিষয়টি ইচ্ছাকৃত নয় বলে দাবি করেছে। তাদের জবাব খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করেছি।
বিইআরসির একটি সূত্র জানিয়েছে, জালিয়াতির দায়ে ধরার পড়ার পর এখন নানান তদবির অব্যাহত রেখেছে। তারা নানান দিক থেকে নানান কায়দায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বিইআরসির দু’একজন অসাধু কর্মকর্তা-কর্মচারী তাদের পক্ষে লবিং তদবির চালিয়ে যাচ্ছেন। তারা শোকজ ঠেকানোর জন্য অনেক চেষ্টা করেছেন, তবে কমিশনের চেয়ারম্যান কঠোর অবস্থানের কারণে সুবিধা করতে পারেন নি। তদবিরবাজরা এখনও হাল ছেড়ে দেয় নি, তারা লঘু শাস্তি দিয়ে এনডিইকে বাঁচিয়ে দিতে তৎপর রয়েছে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এজিএম (মার্কেটিং) আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বার্তা২৪.কমকে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই, তাই কোন মন্তব্য করতে পারছি না।
তার মাধ্যমে কোম্পানির যথাযথ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়ার সুযোগ আছে কি না। অথবা যথাযথ কর্মকর্তার ফোন নম্বর সরবরাহ করার কোন সুযোগ আছ কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি চেষ্টা করে দেখবো, আমি কোম্পানিকে আপনার বিষয়টি অবগত করবো । এরপর এক সপ্তাহ গত হলেও তিনি কোন রিপ্লাই দেন নি।
পরে আবার তার সঙ্গে যোগাযোগ করা হলে আব্দুর রশিদ বলেন, আমি আপনার নম্বরটি কর্তৃপক্ষকে দিয়েছি, তারা প্রয়োজন মনে করলে ফোন দেবে।
অনেক চেষ্টা করেও এনডিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রায়হান মোস্তাফিজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি। যিনি নিজে ওই ভ্যাটের চালান জমার সঙ্গে চিঠি দিয়ে ছিলেন বিইআরসিতে। পরিচালক পেট্রোলিয়াম বরাবরে দাখিলকৃত পত্রের সঙ্গে তিনি ওই ভুয়া চালান সংযুক্ত করে জমা দেন বলে বিইআরসি সূত্র নিশ্চিত করেছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একচেটিয়া ব্যবসা করেছে এনডিই। অখ্যাত এই প্রতিষ্ঠানটি কয়েক বছরে রাঘব বোয়ালে পরিণত হয়ে ওঠে। উচ্চদরে কাজ পাওয়া, কাজের পর বিল বাড়িয়ে নেওয়া, নিম্নমানের কাজ করে টাকা তুলে নেওয়ার বিষয়টি ছিল ওপেন সিক্রেট। শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সখ্যতা গড়ে তুলতে সক্ষম হন। পরিচয় দিতেন নূরে আলম চৌধুরীর ভায়রা বলে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নামও ভাঙ্গাতেন বিভিন্ন জায়গায়। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে তাকে আর পেছন ফিরে তাকাতে হয় নি। ব্যাপক দুর্নীতি অনিয়ম করলেও তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখাননি আমলারা। সময়ের ব্যবধানে তারা টু-পাইস হাতিয়ে স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। কাজ শেষ হওয়ার আগেই রাস্তার বিটুমিন উঠে যাওয়া, বিশাল বিশাল গর্তের সৃষ্টি হলেও এনডিই ছিল ধরাছোঁয়ার বাইরে।
সওজ সূত্রে জানা গেছে, ২০১১-১২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঠিকাদারি কাজের ৯০ শতাংশ পেয়েছে এনডিই সিন্ডিকেট ভুক্ত ১৫টি প্রতিষ্ঠান। এক যুগে সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে ৮৩ হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার। যার মধ্যে প্রায় ৭৫ হাজার কোটি টাকার কাজ একক ও যৌথভাবে পেয়েছে ওই ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) হিসাব অনুযায়ী, ২০১৪ সালের সেপ্টেম্বরের পর থেকে প্রতিষ্ঠানটি সড়ক ও জনপথ অধিদপ্তরে ১১৩টি কার্যাদেশ পেয়েছে। এসব কাজের চুক্তি মূল্য ৫ হাজার ৯৬৬ কোটি টাকার বেশি। সড়ক, সেতুর পাশাপাশি বিদ্যুৎ, আবাসনসহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণের কাজও করে এনডিই।