পুঁজিবাজার উন্নয়নে সরকারকে সহযোগিতায় প্রস্তুত ডিবিএ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বর্তমান পুঁজিবাজারের উন্নয়নে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ডিএসই ব্রোকার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ )। গত ১৫ বছর পেশাগত দায়িত্ব পালনে আমরা সবাই বাধাগ্রস্থ হয়েছি বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। 

সোমবার (১২ আগস্ট) ঢাকা ক্লাবে আয়োজিত পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, গত ১৫ বছরে বিএসইসি কার্যকরি কোনো পণ্য আনতে পারেনি। বরং ফ্লোর প্রাইস দিয়ে পুঁজিবাজারকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, গত ১৪ বছরে ডিএসইর সমস্ত ক্ষমতা খর্ব করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি রোড শো'র মাধ্যমে দেশের টাকা ক্ষতি করা হয়েছে। আমরা রোড শো'র শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিএসইসিতে সকল দুর্নীতিবাজদের বাদ দিতে হবে এবং এদের বিচার করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।