‘কোনও প্রতিষ্ঠান নয়, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

কোনও প্রতিষ্ঠান নয়, অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। কেননা, প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত। এছাড়া দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

১০০০ টাকার নোট বাতিলের কোনো চিন্তা নেই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আসবে কিনা এমন প্রশ্নে ড. আহসান এইচ মনসুর বলেন, যখন টাকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে, সই যাবে।