বিক্ষোভের মুখে বিইআরসি চেয়ারম্যানের পদত্যাগ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন

বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন। ২০২৩ সালের ২২ মার্চ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

মঙ্গলবার (২০ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবরে পদত্যাগ পত্র প্রেরণ করেছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে ২০ আগস্ট থেকেই কার্যকর করার জন্য আবেদন করেছেন।

বিজ্ঞাপন

কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ১৪ আগস্ট প্রধান উপদেষ্টার বরাবরে স্বারকলিপি দেন, এতে কমিশনের নানা রকম অনিয়ম ও অসংগতি তুলে ধরা হয়েছে। ১৩ আগস্ট কর্মকর্তা-কর্মচারীদের যৌথসভা কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়।

কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবিতে ১৮ আগস্ট থেকে কর্মবিরতি পালন করে আসছেন। চেয়ারম্যান এবং সদস্যদের গাড়ি চালক ও অফিস সহকারীরাও আন্দোলনে সামিল হয়েছেন। গাড়ি চালকরা ১৯ আগস্ট থেকে গাড়ি বন্ধ রেখেছেন। ১৯ আগস্ট কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা নিজ ব্যবস্থাপনায় অফিস করলেও ২০ আগস্ট তাদের অফিসে দেখা যায়নি।

বিজ্ঞাপন

২০ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রধান ফটক বন্ধ করে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। এদিন কমিশনের চেয়ারম্যান এবং ৩ সদস্য অফিসে না আসায় তাদের কক্ষ বন্ধ দেখা যায়।