সরানো হলো বিদ্যুৎ ‍উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মো. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

মো. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যান হিসেবে বিপিডিবির সদস্য (বিতরণ) মো. রেজাউল করিমকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মো. রেজাউল করিমের চলতি দায়িত্বের কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। অন্যদিকে মাহবুবুর রহমান চেয়ারম্যান থাকাকালীন চাকরীর মেয়াদ শেষে হলে ২০২৩ সালে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

অন্তবর্তীকালীন সরকার গঠনের পর বৃহস্পতিবার বেশ কিছু পরিবর্তন লক্ষ্যণীয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসাবে জালাল আহমেদ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদে মেজর জেনারেল এসএম জিয়া-উল আজিম এনডিসিকে নিয়োগ দেওয়া হয়েছে।