বাংলাদেশ থেকে পাইপলাইনে ভারতে গ্যাস রফতানি হয় না

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে কোনো গ্যাস রফতানি হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর গুজব বলে উড়িয়ে দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ২৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে গ্যাস রফতানির বিষয়টি আলোচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলা হয়েছে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়। বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস রফতানি করা হয় না।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কিছু এলাকায় এলপি গ্যাস সিলিন্ডারে করে সরবরাহ হয়। যা এখনও বহাল রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশী একাধিক কোম্পানি এলপি গ্যাস সরবরাহ দিয়ে থাকে। কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করে সরাসরি ত্রিপুরার প্রেরণ করে থাকে রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপিজি।