৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাতার, সৌদি আরব ও মরক্কো থেকে ৫৮২ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে এক লাখ টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এরমধ্যে ৪০ হাজার টন ডিএপি সার, ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে জন্য কাতার এনার্জি মার্কেটিং থেকে ৮ম লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৬৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫৪.৬৭ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা'আদেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)'র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ২৯৬ কোটি ১৬ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬১৭.০০ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

এছাড়া কৃষি মন্ত্রণালয় রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)'র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১৩তম (ঐচ্ছিক-৩য়) লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৪০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪৪০.০০ মার্কিন ডলার।