পিপলস লিজিংয়ের পরিচালক মনোয়ারকে জরিমানা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পিপলস লিজিং

পিপলস লিজিং

নিয়ম বহির্ভূতভাবে শেয়ার বিক্রি করায় পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’র উদ্যোক্তা ড. মনোয়ার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিএসইসির এসআরএমআইসি বিভাগ পর্যবেক্ষণ করে দেখেছে, পূর্ব ঘোষণা ছাড়া পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের উদ্যোক্তা ড. মনোয়ার হোসেন ১ লাখ ৫৮ হাজার ৫৩২টি শেয়ার বিক্রি করেছেন। আইন ভঙ্গের দায়ে কমিশন ড. মনোয়ার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ড. মনোয়ার হোসেন কর্তৃক ই-সিকিউরিটিজ লিমিটেডে পরিচালিত বিও হিসাব নং ১২০২৮৮০০১৮৪৮৫৩৮৪ ফ্রিজ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রযোজ্য ক্ষেত্রে উক্ত শেয়ার বিক্রি সংক্রান্ত কর পরিশোধের নির্দেশনা প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।