‘প্রধানমন্ত্রী সব সম্ভাবনাই কাজে লাগাতে চান’

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

একটি গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

একটি গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী সব ধরনের সম্ভবনাই কাজে লাগাতে চান। আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। তবে হুট করে সবকিছু সম্ভব নয়, ভেবে চিন্তে এগিয়ে যেতে হবে।’

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর লেকশোর হোটেলে ‘বাংলাদেশের জন্য শতভাগ নবায়নযোগ্য জ্বালানি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) সংস্থার উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশের ভূ-ভাগ ও সমুদ্র অঞ্চলে প্রায় ১৫০ গিগাওয়াট আওয়ার বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা রয়েছে। এর মধ্যে ভূ-ভাগে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে রয়েছে ১৬ গিগাওয়াট ও সমুদ্রভাগে রয়েছে ১৩৪ গিগাওয়াট। সৌর বিদ্যুতের সম্ভাবনা রয়েছে ১৯১ গিগাওয়াট। এর মাধ্যমে ২০৫০ সালের মধ্যে বিদ্যুৎ প্রধান নবায়নযোগ্য জ্বালানি হিসেবে পরিগণিত হতে পারে। ২০৫০ সালের মধ্যে এ খাতে ৩১০ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগের প্রয়োজন পড়বে। এতে বৈশ্বিক উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেন্ট্রিগেডে রাখতে সহায়ক হবে বলে সিডিপির গবেষণা প্রতিবেদনে বলা হয়।

বিজ্ঞাপন

কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, ইউনির্ভাসিটি অব টেকনোলজি সিডনি এবং ওয়ার্ল্ড ফিউচার কাউন্সিল ২০১৮ সালে শুরু করে এ গবেষণা। সিডিপির নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘তাত্ত্বিক গবেষণা ও বাস্তবতার মধ্যে অনেক ফারাক রয়েছে। আমাকে জায়গা দিলে আগামীকাল থেকেই কাজ শুরু করতে পারি। গবেষণা বাস্তবতার নিরিখে হলে ভালো। আমরা নবায়নযোগ্য জ্বালানিতে গেলেও বৈশ্বিক উষ্ণায়নে খুব বেশি তারতম্য হবে না।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন এ অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় আরো বক্তব্য দেন স্রেডা চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন, পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, প্রফেসর ড. ইজাজ আহমেদ, পাওয়ার অ্যান্ড এনার্জি পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ হোসাইন প্রমুখ।