আজারবাইজানের জ্বালানি মন্ত্রীর সঙ্গে নসরুল হামিদের সাক্ষাৎ

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজারবাইজানের জ্বালানি মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (২৩ অক্টোবর) আজারবাইজানের জ্বালানি মন্ত্রী পারভিজ শাহবাজভের সঙ্গে বাকুস্থ জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

সাক্ষাতকালে আজারবাইজানের জ্বালানি মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ দ্রুততার সঙ্গে উন্নয়ন করছে। আর আমাদের পারস্পরিক সহযোগিতা উভয় দেশের উন্নয়নে অবদান রাখবে।

পারভিজ আজারবাইজানের তেল ও গ্যাস প্রকল্প, বিদ্যুৎখাত, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও লক্ষ্য নিয়েও কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় নসরুল হামিদ বলেন, এক সঙ্গে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনেক উপখাত রয়েছে যেখানে দেশটির অভিজ্ঞতা কাজে লাগবে।

প্রতিমন্ত্রী বলেন, সোলার হোম সিস্টেম স্থাপনে বাংলাদেশ বিশ্বের মধ্যে প্রথম। বর্তমানে ৫.৮ মিলিয়ন সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদন খরচ হ্রাস করতে দেশ দুটির মধ্যে অভিজ্ঞতা শেয়ার করা যেতে পারে।