দক্ষিণাঞ্চলেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে: পরিকল্পনামন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিফ করছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ব্রিফ করছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মত আরো একটি নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। নতুন প্রকল্পটি হবে দেশের দক্ষিণাঞ্চলে। আর এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী বেশ আগ্রহী বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এমএ মান্নান বলেন, রূপপুর পারমানবিক প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলেও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প বাস্তবায়নের কথা চিন্তা করছেন বলে জানান। প্রধানমন্ত্রী যা চিন্তা করেন, সেটি আমরা বাস্তবায়ন করব।

একনেক সভায় প্রধানমন্ত্রী ইউক্যালিপটাস গাছ কমানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ভিনদেশি ইউক্যালিপটাস গাছ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। পানি বেশি শুষে নেয়। এজন্য প্রধানমন্ত্রী ইউক্যাপলিপটাস গাছ কমানোর নির্দেশ দিয়েছেন। এ গাছ আর আমদানি করা হবে না।

বিজ্ঞাপন

প্রকল্প বাস্তবায়নে অনিয়ম রোধে প্রকল্পে থোক বরাদ্দ আগামীতে বাতিল করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ভ্রমণ বরাদ্দ, কেনা কাটা বরাদ্দের ক্ষেত্রে থোক বরাদ্দ থাকে। এটা আমরা বন্ধ করব।