ইসলামী ব্যাংকে গ্রিন ফাইন্যান্স বিষয়ক কর্মশালা

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন সিইও মো. মাহবুব উল আলম

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন সিইও মো. মাহবুব উল আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘গ্রিন ফাইন্যান্স, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন প্রধান, ঢাকাস্থ জোনগুলোর প্রধান এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

বিজ্ঞাপন

কর্মশালায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী (সিইও) মো. মাহবুব উল আলম বলেন, ‘বাংলাদেশ টেকসই উন্নয়নের সকল সূচকে এগিয়ে চলেছে। ইসলামী ব্যাংক দেশের উন্নয়ন নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিন ব্যাংকিং, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তি সমৃদ্ধ ব্যাংকিংয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।’

ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ ও কল্যাণমুখী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, তাহের আহমেদ চৌধুরী ও হাসনে আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মো. সালেহ ইকবাল, মো. আব্দুল জব্বার ও মো. ওমর ফারুক খান।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির।