সশস্ত্র বাহিনী আয়কর মেলা শুরু মঙ্গলবার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সশস্ত্র বাহিনী আয়কর মেলা

সশস্ত্র বাহিনী আয়কর মেলা

সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলার পর রাজধানীতে এবার শুরু হচ্ছে সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৯।

আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ৯টায় ঢাকা সেনা নিবাসের সেনা মালঞ্চে এ আয়কর মেলা বসছে। দুই দিনব্যাপী এ মেলা চলবে বুধবার (২৭ নভেম্বর) পর্যন্ত।

বিজ্ঞাপন

উন্নত কর রাজস্ব সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগ ও কর অঞ্চল-৯ ঢাকা যৌথভাবে এ আয়োজন করেছে। এনবিআর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়কর মেলার উদ্বোধন করবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল এম লোকমানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কর অঞ্চল-৯-এর কর কমিশনার মো. মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন