ই-কমার্স সাইট অফিস ক্লিক ডটকমের যাত্রা শুরু

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন ই-কমার্স সাইট অফিস ক্লিক ডটকম, ছবি: বার্তা২৪.কম

নতুন ই-কমার্স সাইট অফিস ক্লিক ডটকম, ছবি: বার্তা২৪.কম

দেশের বাজারে যাত্রা শুরু করল নতুন ই-কমার্স সাইট অফিস ক্লিক ডটকম (officeklick.com)।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে জমকালো অনুষ্ঠানে সাইটির উদ্বোধন করেন বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগম।

বিজ্ঞাপন

এসময় অরওজ্যানিক রিসোর্সেস (বিডি) লিমিটেডের এমডি এ এইচ এ আল রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক সুমি কায়সার এবং অরওজ্যানিক রিসোর্সেসের প্রধান নিবার্হী অফিসার(সিইও) সৈয়দ রেজাউল্লাহ হাশমী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সাইটের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রয়োজনীয় অফিস ব্যবহার সামগ্রী কেনার ক্ষেত্রে ওয়ান স্টপ সেবা পাবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অরওজ্যানিক রিসোর্সেসের এমডি এ এইচ আল রহমান স্বাগত বক্তব্য দেন।

অরওজ্যানিক রিসোর্সেসের সিইও বলেন, দেশে ই-কমার্স সেবা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আলিবাবা, বিকাশ, নগদ এবং পাঠাওয়ের মতই জনপ্রিয় হয়ে উঠবে অফিস ক্লিক।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য সময়মত এবং কম মূল্যে উন্নতমানের পণ্য সরবরাহের মাধ্যমে বিশ্বমানের সেবা নিশ্চিত করা।

মালয়েশিয়াভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান অরওজ্যানিক গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান অফিস ক্লিক। এ ওয়েবসাইটে যে কোনো প্রতিষ্ঠান বিনামূল্যে নিজস্ব অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় অফিস সামগ্রী এবং অফিসের সলিউশন সেবা গ্রহণ করতে পারবেন।

অফিস ক্লিকের বিশেষ সুবিধা হল-ওয়েবসাইটে রেজিস্টিকৃত প্রতিষ্ঠান তার ক্রয়কৃত পণ্যের তথ্য বিশ্লেষণ দ্বারা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।