'ব্যবসায়ীদের সবাইকে ভ্যাট দিতে বাধ্য করা হবে'

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে র‍্যালি, ছবি: বার্তা২৪.কম

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে র‍্যালি, ছবি: বার্তা২৪.কম

ব্যবসায়ীদের সবাইকে ভ্যাট দিতে বাধ্য করা হবে। ভ্যাট না দিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

মঙ্গলবার (১০ডিসেম্বর) সকালে সেগুন বাগিচায় এনবিআরের সামনে 'জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ (১০-১৫ডিসেম্বর) ২০১৯' উপলক্ষে র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় এনবিআরের সদস্য ও কমিশনার এবং হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্যাট দিবস উপলক্ষে সবাই টুপি, টি-শার্ট, ব্যানার, ফেস্টুন এবং র‌্যালির সরঞ্জাম নিয়ে সারিবদ্ধভাবে উপস্থিত ছিলেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব বলেন, নতুন অর্থবছরের প্রথম চার মাস অর্থাৎ জুলাই-অক্টোবর পর্যন্ত ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছে ৯ শতাংশ। আশা করা যায় নতুন যে আইন বাস্তবায়ন হচ্ছে তাতে এর অংশগ্রহণ আরো বাড়বে। সবার সঙ্গে আলোচনা করেই বাস্তবায়ন করা হচ্ছে এই আইন। আইন বাস্তবায়নে দ্বিধা দ্বন্দ্বের অবকাশ নেই।

বিজ্ঞাপন
র‌্যালির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া

যদি বেচা-বিক্রি স্বাভাবিক থাকে তাহলে ভ্যাট পরিশোধ করা নৈতিক দায়িত্ব উল্লেখ্য তিনি বলেন, সবাইকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের নির্ধারিত সময় পার হলে সবার কাছে আমাদের কর্মকর্তারা পৌঁছে যাবে। প্রথম আপনাদের ভ্যাট দিতে আহ্বান করা হবে। তাতে কাজ না হলে ভ্যাট প্রদানে বাধ্য করা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেছেন তিনি।

কর জনগণের উন্নয়নের স্বার্থে নেওয়া হয় মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, যদি জিডিপির সঙ্গে রাজস্ব গ্রোথ না হয়, তাহলে প্রকল্প বাস্তবায়ন থমকে যাবে। দেশের উন্নয়ন ব্যাহত হবে।

এরপর তিনি বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে রাজমনি সিনেমা হলের সামনে দিয়ে কাকরাইল মসজিদ ও মৎস্য ভবন হয়ে দুদকের সামনে দিয়ে রাজস্ব ভবনে এসে শেষ হয়। এরপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।