পেট্রোলের কমিশন বৃদ্ধির গেজেট প্রক্রিয়াধীন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পনেরো দফা দাবির বিষয়ে সমঝোতা বৈঠকে, ছবি: বার্তা২৪.কম

পনেরো দফা দাবির বিষয়ে সমঝোতা বৈঠকে, ছবি: বার্তা২৪.কম

পাম্প মালিকদের পেট্রোলের কমিশন ৩.৬৬ টাকা থেকে বাড়িয়ে ৩.৯০ টাকা করার প্রস্তাব গেজেট প্রক্রিয়াধীন রয়েছে। যেকোনো দিন এটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব ম. শের আলী।

বাংলাদেশ ট্যাঙ্ক-লরী ওনার্স এ্যাসোসিয়েশন, মালিক শ্রমিক ঐক্য পরিষদের ১৫ দফা দাবির বিষয়ে এক বৈঠকে এমন তথ্য তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

পনেরো দফা দাবির বিষয়ে সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৈঠকে উপস্থিত রয়েছেন জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম, সড়ক ও জনপথ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ ট্যাঙ্ক-লরী ওনার্স এ্যাসোসিয়েশন, মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।