সিটি ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সিটি ব্যাংককে ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সিটি ব্যাংককে ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

দি সিটি ব্যাংক লিমিটেডকে বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ফেব্রয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২০ তম সভায় কোম্পানিটিকে নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড অনুমোদন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোম্পানির বন্ডটির মেয়াদ হবে ৩ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, পূর্ণ অবসায়ন, অতালিকাভুক্ত এবং জিরো কুপন বন্ড। বন্ডটি তিন বছরে পূর্ণ অবসায়ন হবে।

বিজ্ঞাপন

এই বন্ড বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ সিটি ব্যাংক মূলধন ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করবে।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।