ইডিএফ থেকে ২ কোটি ডলার ঋণ পাবেন বিকেএমইএ সদস্যরা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ব্যাংক ও বিকেএমইএ লোগো (ডানে), ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ও বিকেএমইএ লোগো (ডানে), ছবি: সংগৃহীত

নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) জন্য রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ’ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলারদের পাঠিয়েছে। এর ফলে এখন থেকে বিকেএমইএর রফতানিকারকরা ইডিএফ তহবিল থেকে সর্বোচ্চ দুই কোটি (২০ মিলিয়ন) ডলার ঋণ নিতে পারবেন। এতোদিন এ সীমা ছিল দেড় কোটি ডলার বা ১৫ মিলিয়ন ডলার।

স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে রফতানি বৃদ্ধির লক্ষ্য নিয়ে ১৯৮৯ সালে এ তহবিল তৈরি করেছিল বাংলাদেশ ব্যাংক। এখন এ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০ কোটি ডলারে। রফতানি বাণিজ্যে উৎসাহ ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশি রফতানিকারকদের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদে এ ঋণ সরবরাহ করছে। তৈরি পোশাক, কাপড়, সিরামিক্স ও প্লাস্টিক পণ্য রফতানিকারকদের এ তহবিল থেকে ঋণ দেওয়া হয়।

বিজ্ঞাপন