জুনে গ্যাস বিল দেওয়া যাবে জরিমানা ছাড়া

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আবাসিক গ্রাহকদের গ্যাসের বিল বিলম্ব মাশুল ছাড়াই জুন মাসে জমা দেওয়া যাবে। করোনাভাইরাসের কারণে ব্যাংকে জমায়েত এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ সূত্র।

জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে বিভিন্ন ব্যাংকে প্রায় একই সময় উপস্থিত হতে হয়। বিল পরিশোধের জন্য এমন উপস্থিতি করোনাভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করতে পারে। এ কারণে ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস বিল জুন মাসের মধ্যে জমা দেওয়া যাবে। এতে কোনো বিলম্ব মাশুল গুণতে হবে না। এ নির্দেশনা সব বিতরণ কোম্পানির জন্য প্রযোজ্য।

বিজ্ঞাপন

অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল ২০২০ মাসের বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে সারচার্জ বা বিলএমবি মাশুল ব্যাতিরেকে পরিশোধের নিমিত্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হল।

 

বিজ্ঞাপন