ইতিবাচক ধারায় ফিরছে পুঁজিবাজার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন) ইতিবাচক ধারায় শুরু হয়েছে দুই পুঁজিবাজারের লেনদেন। দিনের শুরু থেকে উভয় পুঁজিবাজারেই সূচকের পাশাপাশি বেড়েছে শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এর আগে সোমবার (৮ জুন) পুঁজিবাজারে দরপতন হয়। কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ জুন) দেশের উভয় বাজারে সূচক বেড়েছিলো। তবে তার আগে টানা চারদিন পুঁজিবাজারে দরপতন হয়।

বিজ্ঞাপন

স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬৬ পয়েন্ট দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৯১৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩২পয়েন্ট দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ২৪টি কোম্পানির, শেয়ার কমেছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার।

আর তাতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৪৪ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭১ লাখ ৬৪ হাজার টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫৭ পয়েন্ট দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৬টির আর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম। আর তা থেকে লেনদেন হয়েছে ২ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২১৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার ২৫৬ টাকা।