রাজস্ব আহরণের টার্গেট অবাস্তব: মোস্তাফিজুর রহমান

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন অবাস্তব বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ফলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১২ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিপিডির বাজেট প্রতিক্রিয়া তুলেন ধরেন নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

বিজ্ঞাপন

সিপিডির পক্ষে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আহরণ হয়েছে ১৮ শতাংশ হারে। ২০২০-২১ অর্থবছরের ৩ লাখ ৭৮ হাজার কোটি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা আদায় করতে ৫০ শতাংশ হারে প্রবৃদ্ধি করতে হবে।

ড. ফাহমিদা খাতুন বলেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৩ লাখ ৭৭ হাজার কোটি টাকা। সেখানে আমার ধারণা আদায় হবে ২ লাখ ৫২ হাজার ৮৫২ কোটি টাকা। এই বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকার টার্গেট ধরা হয়েছে। এই উল্লম্ফন কীভাবে হবে?

এক প্রশ্নের জবাবে ড. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান কাঠামোতে রাজস্ব আহরণের টার্গেট বাস্তবসম্মত হয়নি। কারণ প্রস্তাবিত বাজেটের কর আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে হয় তবে ৫০ শতাংশ হারে কর বাড়াতে হবে। সরকার এটি করতে না পারলে হিতে বিপরীত হয়ে যাবে।