প্রার্থিতা ফিরে পেলেন মাহি বি চৌধুরী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহি বি চৌধুরী

মাহি বি চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে যুগ্ম মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এর আগে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করে মাহি বি চৌধুরী।

তিনি ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিকল্পধারার হয়ে মুন্সীগঞ্জ-১ আসন থেকে মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। 

বিজ্ঞাপন