তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তৃতীয় দিনের শুনানিতে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আজকে ১০০টি আপিল আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে বাতিল হয়েছে ৩৫ জনের মনোনয়নপত্র। আর স্থগিত রাখা হয়েছে চারটি।

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন যারা

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মনি, কুমিল্লা-১ আসনে ইসলামি ঐক্যজোটের মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন, ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন, যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন সুলতান, গোপালগঞ্জ-২ আসনে জাসদ প্রার্থী ফুলমিয়া মোল্লা, সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো.সিরাজুল ইসলাম, কুমিল্লা-১১ আসনে গণফোরামের আব্দুল রহমান, কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মাসুম ইকবাল, নোয়াখালী-২ আসনে কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম ও ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান।

মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এম এ মতিন, চট্টগ্রাম ১২, মৌলভীবাজার-৩ ও ২৩৭ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আব্দুর রউফ, নোয়াখালী-২ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন, সিলেট-৩ ও ২৩১ আসনে স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হক, কুমিল্লা-২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টে আবদুছ সালাম, ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেড আই রাসেল, সিলেট-২ ও ২৩০ আসনে বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, সিলেট-৪ ও ২৩২ আসনে তৃণমূল বিএনপির আবুল হোসেন, সিলেট ৩ ও ২৩১ আসনে ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম।

নোয়াখালী-৩ আসনে জাসদের জয়নাল আবদীন, কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির এম অহিদুর রহমান, লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন, খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী, নীলফামারি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইমরান কবির চৌধুরী, গাইবান্ধা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার, ফরিদপুর-৩ নসনে স্বতন্ত্র প্রার্থীগোলাম রাব্বানী খান।

ঢাকা-১৯ আসনে জাতীয় পার্টির মো. আবুল কালাম আজাদ, ঢাকা-৭ আসনে জাসদের হাজী মোহাম্মদ ইদ্রিস বেপারী, নরসিংদী-৫ আসনে বিটু মিয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) বিটু মিয়া, নরসিংদী-৩ আসনে গণফোরামের মাহফুজুর রহমান, ফেনী-১ আসনে জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল, রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ওবায়দুল, স্বতন্ত্র, নোয়াখালী-৬ আসনে জাতীয় পার্টির মুসফিকুর রহমান, ঢাকা-১৮ আসনে তৃণমূল বিএনপির মফিজুর রহমান।

আপিলের আদেশ স্থগিত রয়েছে- খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, নওগাঁ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান, সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. রেজাউর রশীদ খান।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।