১৪৭ পুলিশ কর্মকর্তা বদলিতে ইসির সম্মতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭৯ ইন্সপেক্টরসহ পুলিশের ১৪৭ সদস্যকে বদলির প্রস্তাবে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই সম্মতি জানানো হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭৯ ইন্সপেক্টর ও উপ-পরিদর্শকসহ ৬৩ পুলিশ সদস্য বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন। এছাড়া পুলিশ সদর দফতরের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রস্তাবে ইসি সম্মতি দিয়েছে। আর একজন উপ-পরিদর্শককে বদলির নির্দেশনা দিয়েছে ইসি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

বিজ্ঞাপন