নৌকা ছাড়া অন্য প্রতীকের এজেন্ট দেখিনি: সিইসি
কেন্দ্রগুলোতে নৌকা ছাড়া অন্য প্রতীকের এজেন্ট দেখেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।
রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনিটরিং সেল পরিদর্শন শেষে সিইসি এই কথা বলেন।
তিনি বলেন, ভোট মাত্র শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আশা করি বাড়বে। প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট পড়েছে অল্প। কোথাও ২৫টি, কোথাও ৪০টি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সব প্রার্থী ভোট কেন্দ্রে এজেন্ট দিলে কোনো অনিয়ম হলে অভিযোগ পাওয়া যেত।
ভোট বর্জন ও হরতালের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ট্রেনে নাশকতায় ভোটে প্রভাব ফেলবে না। হরতালে ভোটের প্রভাব পড়বে কিনা বলতে পারবো না। তবে ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট দেবার সামর্থ্য অনেকেরই নেই। আমি সব দলের চেয়েছিলাম। তবে বেশির ভাগই নৌকা।
অন্যদিকে নরসিংদী-৪ আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল ও কিশোরগঞ্জ -৬ আসনের বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট সাময়িক স্থগিত করা হয়েছে।