চট্টগ্রামে ভোটকেন্দ্রে ছুরি নিয়ে প্রবেশ, যুবক আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রে ছুরি নিয়ে প্রবেশ করায় চট্টগ্রামের বোয়ালখালীতে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম রেজাউল নাম। তিনি কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

ছুরিসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, এক যুবক কেন্দ্রের ভেতর ছুরিসহ প্রবেশ করেন। তাকে হাতেনাতে ধরা হয়। ওই কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঝামেলা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন