ডিএসসিসিতে ১৪৫ কাউন্সিলরের প্রার্থিতা প্রত্যাহার
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মোট ১৪৫ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১২৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে সাতজন মেয়র প্রার্থীর মধ্যে কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ তথ্য নিশ্চত করেছেন।
আবদুল বাতেন বলেন, ডিএনসিসি নির্বাচনের মোট সাতজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেনি। সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ১২৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সংরক্ষিত মহিলা আসনে ১০২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ২০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এনিয়ে সর্বমোট ডিএনসিসির নির্বাচনে ৩ পদে মোট ৪২৪ জন প্রার্থী হয়েছেন।
তিনি বলেন, আজ বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। এখন আর কোন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।