ইভিএম নিয়ে নির্বাচন কমিশন বিতর্ক ছড়াচ্ছে: তাবিথ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছেন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ছবি: বার্তা২৪.কম

নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছেন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ছবি: বার্তা২৪.কম

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশনাররা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে বিতর্ক ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তিনি বলেছেন, ‘সম্প্রতি একজন নির্বাচন কমিশনার মন্তব্য করেছেন বুথ দখল করে ইভিএমে জাল ভোট দেওয়া সম্ভব। সুতরাং এসব বিষয়গুলো নির্বাচন কমিশনের পরিষ্কার করা উচিত।’

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগ বাজারে নির্বাচনী প্রচারণায় এসে তিনি এসব অভিযোগ করেন।

মালিবাগ বাজারে প্রচারণা চালান মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তাবিথ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে আশা করব এমন কোন বক্তব্য দেবেন না যাতে করে কোনো কিছু নিয়ে বিতর্ক তৈরি হয়। এমন কিছু যদি থেকে থাকে তাহলে সবার সামনে জানান। নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল কিছু করা আপনাদের দায়িত্ব। আমরা আশা করছি আপনারা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করবেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: যেকোনো পরিস্থিতিতেই মাঠে থাকব

বিএনপির মনোনীত এই মেয়র প্রার্থী নির্বাচনী প্রচারণায় খিলগাঁও, তালতলা, মালিবাগ, রামপুরা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছেন।

তাবিথের প্রচারণায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের উদ্দেশ্যে তাবিথ বলেন, ‘আসছে আগামী ৩০ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দেবেন। আমরা আপনাদের সঙ্গেই রয়েছি। ভোটের দিন প্রার্থী হিসেবে আপনার ভোটটি আপনি দিতে পেরেছেন কিনা সেটা নিজেই নিশ্চিত করবেন। ভোটের মাধ্যমেই পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদের।’

নবম দিনের মত উৎসবমুখর পরিবেশে ডিএনসিসি নির্বাচনের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এসব এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এছাড়া বিএনপির সমর্থিত নেতাকর্মীরা ও কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় তাবিথ আউয়ালের সঙ্গে অংশ নেন।