জনসমর্থন দেখে হামলা করেছে আ.লীগ: তাবিথ
জনসমর্থন দেখে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগ হামলা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) মিরপুরে হামলার শিকার হওয়ার পর দুপুরে কল্যাণপুরে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।
তাবিথ আরও অভিযোগ করেন, ‘আমাদের শান্তিপূর্ণ প্রচারণায় আওয়ামী লীগের সমর্থিত ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (ঠেলাগাড়ি প্রতীক) মাসুম এলাকার শ’খানেক লোকজন নিয়ে হামলা চালায়। পুলিশের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলেছি।’
আরও পড়ুন: মিরপুরে প্রচারণায় তাবিথের ওপর হামলা
বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার ৯ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায় তাবিথের প্রচারণায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাবিথ ও সাংবাদিক সাঈদ খানসহ প্রচারণায় থাকায় বেশ কয়েকজন আহত হন। এরপর ওই এলাকায় প্রচারণা বন্ধ করে দেওয়া হয়।
এর আগে রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এ সময় তিনি বলেন, ‘ইভিএম নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা। ইসি নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। এখন তারিখ নিয়ে সুষ্ঠু সমাধানে আসতে পেরেছে।’
ধানের শীষের প্রার্থী আরও বলেন, ‘আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের বাধা দেওয়া হচ্ছে। এভাবে চললে ভোটাররা ভয়ের মধ্যে থাকবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। আমরা আশা করব ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করবে ইসি। তবে আমরা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা ভোট দিতে পারলে বিজয় নিশ্চিত।’