বাবার মত নিজেকে জনসেবায় নিয়োজিত রাখার প্রত্যয় ইশরাকের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

বাবার মত নিজেকে আজীবন জনসেবায় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। এই ইচ্ছা পূরণে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত এই মেয়র প্রার্থী।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ইশরাক বলেন, নির্বাচিত হলে মেয়র হিসেবে যা যা করণীয় আমি তা করব। আগামী ১ ফেব্রুয়ারি ফলাফল যাই হোক না কেন এই এলাকার সন্তান হিসেবে আমি আজীবন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকব। আমার বাবা সবসময় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিলেন। আমি উনার মতাদর্শে মানুষ হয়েছি। আমিও আমার বাবার মত আজীবন এই এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকব।

তিনি সকলের আশীর্বাদ কামনা করে বলেন, আমি যেন আজীবন নিজেকে জনসেবায় নিয়োজিত রাখতে পারি সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।

বিজ্ঞাপন

এসময় উপস্থিতি ছিলেন, বিএনপির সহ-সভাপতি নিতাই রায় চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সফু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।