শেষ ঘণ্টায়ও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভোটের শেষ মুহূর্তেও অভিযোগ আসছে মনিটরিং সেলে/ছবি: বার্তা২৪.কম

ভোটের শেষ মুহূর্তেও অভিযোগ আসছে মনিটরিং সেলে/ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন স্থানে ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারছেন না বলে শেষ ঘণ্টায়ও নির্বাচন কমিশনের (ইসি) গঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলে অভিযোগ করেছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। এখন পর্যন্ত ৪১ অভিযোগ এসেছে মনিটরিং সেলে।

জানা গেছে, ভোটাররা কেন্দ্রের সামনে আসার পর তাদের আর ভেতরে যেতে দেয়া হচ্ছে না। অনেককেই ফিরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। প্রার্থীদের পক্ষের কর্মীরা তাদের বাধা দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ফোর্স পাঠিয়ে সমাধান করা হলেও পরে আবারও একই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু বার্তা২৪.কমকে বলেন, এখন পর্যন্ত ৪১ অভিযোগ এসেছে। কিছুক্ষণ আগেও অভিযোগ আসল, বিভিন্ন মাধ্যমে আমরা অভিযোগ পাচ্ছি। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে সব ক্লিয়ার করছি। অভিযোগগুলো ঘুরে ফিরে ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেয়া।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের প্রধান জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, অভিযোগ আসলে কোনো ছাড় দিচ্ছি না। মনিটরিং সেল থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। ভোটারদের ভোট দিতে ঢুকতে বাধা দিলেই কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।