চসিক নির্বাচন
৪ জনের প্রার্থিতা বাতিলের আবেদন বিদ্রোহী প্রার্থী শফিকের
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী শফিকুর রহমান। যা নিয়ে রীতিমত হাসি-ঠাট্টা করছেন সাধারণ মানুষ।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুরু হয় তার আবেদনের শুনানি। এ সময় উপস্থিত ছিলেন আবেদনকারী শফিকুর রহমান।
যাদের বিরুদ্ধে তিনি আবেদন করেন তারা হলেন- ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কফিল উদ্দিন ও স্বতন্ত্রপ্রার্থী ইলিয়াছ উদ্দিন লেদু, আমির হোসেন, সেলিম উদ্দিন জয়।
শুনানিতে শফিকুর রহমানের আইনজীবী বলেন, ‘অভিযুক্ত চার কাউন্সিলর প্রার্থী ফ্লট, বিলাস বহুল বাড়ি ও বিভিন্ন মামলা থাকার তথ্য গোপন করেছেন। তাই তাদের প্রার্থিতা বাতিল চেয়েছি।’
অন্যদিকে, অভিযুক্ত কফিল উদ্দিন বলেন, ‘পৈত্রিক সম্পত্তিকে কখনো অবৈধ সম্পত্তি বলা যায় না। ফ্লটের যে কথা বলা হয়েছে, তা যদি অভিযোগকারী আমাকে এনে দেন তাহলে আমি খুশি হতাম।’
অপরপ্রার্থী আমির উদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, ‘জনগণের সমর্থন হারিয়ে তিনি এমনটি করেছেন। যে অভিযোগের কথা বলে তিনি বাতিলের জন্য আবেদন করেছেন, তা সত্য নয়। তিনি যদি জনপ্রিয় হতেন তাহলে আমাদের সঙ্গে লড়তেন।’
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিএনপি ও ইনস্টিটিউ অব থিয়েটারে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।