আইসিইউতে ফেরদৌস ওয়াহিদ
জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। বর্তমানে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে নিবির পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।
গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন ফেরদৌস ওয়াহিদের আত্মীয় শিমুল।
এর আগে তার সহকারী মোশারফ আজমি গণমাধ্যমকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে বেশকিছু জ্বর থাকায় তার করোনা পরীক্ষা করা হয়; তখন ফলাফল নেগেটিভ আসে। বৃহস্পতিবার তিনি খাওয়াদাওয়া ছেড়ে দিলে ও জ্বর বেশি হওয়ায় তাকে হাসপাতলে নেওয়া হয়।
ফেরদৌস ওয়াহিদ ১৯৭০-এর দশকে তার কর্মজীবন শুরু করেছিলেন। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর সঙ্গীতে সাবিনা ইয়াসমিন সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন। সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি এক পাহারাদার’,‘ শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’।