লেগো দিয়ে গণেশ মূর্তি তৈরি করল তৈমুর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেগো দিয়ে তৈরি তৈমুরের গণেশ মূর্তি

লেগো দিয়ে তৈরি তৈমুরের গণেশ মূর্তি

গণেশ চতুর্থী বা গণেশোৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা ও উৎসব। কিন্তু করোনা আবহে এ বছর দেশজুড়েই গণপতি বন্দনার ছবিটা একদম অন্যরকম।

করোনার কারণে এ বছর বাড়িতে থেকেই গণেশ চতুর্থী উৎসব পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

বিজ্ঞাপন

সাধারণ মানুষের পাশাপাশি একই চিত্র দেখা গেছে তারকাদের ক্ষেত্রেও। তবে উৎসবটি একেবারে ভিন্নভাবে পালন করছেন সাইফ-কারিনা দম্পতির একমাত্র ছেলে তৈমুর আলি খান। ছোট নবাব তার খেলার লেগো দিয়ে তৈরি করেছে গণেশের মূর্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছেলের লেগো দিয়ে তৈরি গণেশের মূর্তির ছবি শেয়ার করেছেন কারিনা কাপুর খান। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “এ বছর গণেশ উৎসবটি হয়তো একটু ভিন্ন উপায়ে পালিত হচ্ছে। তবে তৈমুর তার লেগো দিয়ে আমাদের জন্য এই গণেশজি তৈরি করেছে। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা।”

বিজ্ঞাপন

তৈমুরের লেগো দিয়ে তৈরি গণেশ মূর্তির প্রশংসা করছেন সকলে। তার মাসি (খালা) কারিশমা কাপুর ছবিটির নিচে মন্তব্য করে লিখেছেন- “এটি সত্যি দারুণ।”