প্রাচ্যনাটের উঠান নাটকের মেলা 'মহলা মগন'

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে ‘মহলা মগন’ উঠান নাটকের মেলা ২০২০। 'অবসাদ বিরুদ্ধ স্রোত' স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে।

শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় এই আয়োজনের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ।

বিজ্ঞাপন

উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হবে 'দ্য জু স্টোরি' নাটকটি। এডওয়ার্ড অ্যালবী'র রচনা থেকে অনুবাদ করেছেন আশফাকুল আশেকীন। মঞ্চে এটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। শুক্র ও শনিবার পর পর দু'দিন সন্ধ্যায় সোয়া সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রতি প্রদর্শনীতে ২০জন দর্শক নাটক দেখার সুযোগ পাবেন। টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। টিকিটের জন্য যোগাযোগ করতে হবে ০১৭৯০১০৫০৪০ এই নম্বরে।