৫১’তে অক্ষয়

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

পরিবারিক নাম রাজিব হরি ওম ভাটিয়া।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536492331287.jpg

আক্কি নামেও ডাকা হয় তাকে।

আজ ৯ সেপ্টেম্বর তার ৫১তম জন্মদিন।

বিজ্ঞাপন

১৯৬৭ সালের এইদিনে পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেন অক্ষয় কুমার।

বেড়ে ওঠা দিল্লির চান্দি চকে।

বিজ্ঞাপন

পরে সেখান থেকে স্বপরিবারে চলে যান মুম্বাইয়ের কলিওয়াড়ে।

পড়াশুনা করেছেন মুম্বাইয়ের ডন বসকো স্কুল ও গুরু নানক খালসা কলেজে।

ভারতে তায়কোয়ান্দোরে (মার্শাল আর্ট ও দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা) ব্ল্যাক বেল্ট ঘরে তোলার পর মার্শাল আর্ট শেখার জন্য ব্যাংকক চলে যান।

থাইল্যান্ড গিয়ে মুই থাই শিখার পর রেস্টুরেন্টের ওয়েটারের কাজ করেন ‘খিলাড়ি’খ্যাত এই তারকা।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536492361960.jpg

বাংলাদেশের একটি হোটেলেও কিছুদিন ওয়েটারের কাজ করেছিলেন তিনি।

পরে মুম্বাই ফিরে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।

১৯৯১ সালে ‘সুগন্ধ’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন অক্ষয়।

অভিনয় করেছেন-

মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনারি’, ‘আঙ্গারি’, ‘সংঘর্ষ’, ‘জানওয়ার’-এর মতো অ্যাকশন ধাঁচের ছবিতে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536492591648.jpg

২০০২ সালে শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে ঘরে তুলেছেন আইফা অ্যাওয়ার্ড।

পেয়েছেন ভারতের চলচ্চিত্র পুরস্কারও।

শুধু অ্যাকশন নয়, রোমান্টিক ও কমেডি ধাঁচের ছবিতেও অভিনয় করেছেন তিনি।

এর মধ্যে রয়েছে-

‘ধাড়কান’, ‘আন্দাজ’, ‘নামাস্তে লন্ডন’, ‘ওয়াক্ত’, ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘গরম মসলা’, ‘সিং ইজ ব্লিং’, ‘হাউজফুল টু’, ‘ওএমজি’, ‘হলিডে’, ‘রুস্তম’ ও ‘টয়লেট এক প্রেম কথা’র মতো ছবিগুলো।