বলিউড ইন্ডাস্ট্রির অ্যাকশন তারকাদের মধ্যে শীর্ষেই রয়েছে হৃতিক রোশনের নাম। চমকপ্রদ তথ্য হলো- এবার একটি অ্যাকশন গেমে জয় চরিত্রে ধরা দিলেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা।
রোববার (১৮ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘গারিনা ফ্রি ফায়ার’ নামক গেমটির টিজার প্রকাশ করেছেন হৃতিক রোশন। সেখানেই জয় চরিত্রে হাজির হয়েছেন বলিউডের এই সুপারস্টার।
বিজ্ঞাপন
‘গারিনা ফ্রি ফায়ার’-এর টিজারে বন্দুক দিয়ে ফায়ারিং করতে দেখা গেছে অ্যানিমেটেড হৃতিক রোশনকে।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাইটস’ ছবিতে জয় চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। তাই ‘গারিনা ফ্রি ফায়ার’ গেমটিতেও তার নাম রাখা হয়েছে জয়।
বিজ্ঞাপন
গেমের চরিত্র বানানোর জন্য ‘গারিনা ফ্রি ফায়ার’কে ধন্যবাদ জানিয়েছেন হৃতিক রোশন। একইসঙ্গে গেমটি ডাউনলোড করে ভক্তদের খেলার অনুরোধ জানিয়েছেন তিনি।
হৃতিকের শেয়ার করা টিজারটিতে লাইক দিয়েছেন টাইগার শ্রফ, অভিষেক বচ্চন ও ফারহান আখতারের মতো তারকা।
সবশেষ সিদ্ধার্থ আনন্দ ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ওয়ার’ ছবিতে দেখা গেছে হৃতিক রোশনকে। অ্যাকশনে ভরপুর ছবিটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন টাইগার শ্রফ।
কলকাতা যেমন সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করেছেন মমতা ব্যানার্জি, তেমনি ভারতের ছত্তিশগড়ে বিজেপি সরকারও রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য ‘মাহতারি বন্দনা যোজনা’ চালু করেছে। এই প্রকল্পের উপভোক্তাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। ছত্তিশগড়ের তালুর জেলাতেই ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা।
এই প্রকল্প থেকেই নাকি বলিউডের প্রখ্যাত তারকা সানি লিওন মাসে মাসে টাকা তুলতেন! এমন তথ্য ফাঁস হতেই শুরু হয়েছে শোরগোল। তবে এর সঙ্গে সানি লিওনির কোন যোগসূত্র নেই! সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকত ১০০০ টাকা। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনও টাকা পাঠানো হচ্ছে না। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গ্রেপ্তার হননি বীরেন্দ্র।
অভিযোগ, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এই বিষয়ে জানতে পারে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ে সবার। সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক হরিশ এস জানান, সানি লিওনের নামে খোলা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ় করে দেওয়া হয়েছে। কী ভাবে ওই ব্যক্তি নিজের স্ত্রীর নাম 'সানি লিওনে' দিয়ে সরকারি প্রকল্পের টাকা তুললেন, সেই বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এই ঘটনায় শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজের অভিযোগ, ‘মাহতারি বন্দনা যোজনা-র আওতায় থাকা ৫০ শতাংশ উপভোক্তাই ভুয়ো।’ পাল্টা সরব হয়েছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীও। বিজেপি নেতা অরুণ সাও পাল্টা বলেন, ‘কংগ্রেস মহিলাদের মাসিক অর্থ দিতে পারেনি ক্ষমতায় থাকাকালীন। বিজেপি মহিলাদের হাতে অর্থ তুলে দিচ্ছেন। আর তা সহ্য করতে পারছে না কংগ্রেস।’
আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) হীরক জয়ন্তী অর্থাৎ ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিটিভি নির্মাণ করেছে বিশেষ নাটক। ‘সোনার সিন্দুক’ নামের সেই নাটকটি প্রচার হবে ২৫ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে। আর তাতে প্রধাণ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর।
এ প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘দর্শক জানেন, আমি অভিনয় করি খুব কম। যে নাটকের গল্প মনের মতো হয় শুধু সেটিতেই অভিনয় করি। তাই টিভি খুললেই আমাকে দেখা যায় না। সেদিক থেকে, ‘সোনার সিন্দুক’ নাটকের গল্পটি আমার বেশ মজা লেগেছে। দ্বৈত চরিত্রে অভিনয়ের আলাদা চ্যালেঞ্জ থাকে। তাছাড়া বিটিভি আমাদের দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যম, এই টিভি থেকেই আমরা কাজ শুরু করেছিলাম। তার হীরক জয়ন্তীর স্পেশ্যাল নাটকে কাজ করাটাও আলাদা ভালোলাগা দিয়েছে। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবেন।’
অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর বলেন, ‘বিটিভির হীরক জয়ন্তীর স্পেশ্যাল নাটকে কাজ করাটা তো আনন্দের বটেই। সেইসঙ্গে আমাদের সবার প্রিয় মৌ আপুর সঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম। আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। তার মতো একজন তারকা কতোটা বিনয়ের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেন সেটি নিজের চোখে দেখেছি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার বাড়িটির সেই আগের জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ থাকে না এখানে। তবুও লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেয় এই জমিদার বাড়ী। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারী থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধুমাত্র এই বংশের সৎ, চরিত্রবান, শিক্ষিত সন্তানরা।
রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছে। সে এই জমিদার বাড়িতেই থাকতে চায়। উইলের শর্ত মতো সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে তাহলে পাবে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। সদ্য বিবাহিতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে আসলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করে। রাতে সোহেল চৌধুরীর স্ত্রী উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে। একপর্যায়ে সিন্দুক খুলে টাকা-পয়সা ও সোনা যাই রাখে তাই দ্বিগুন হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুন সুন্দর করতে সিন্দুক খুলে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সিন্দুক খুলে হবহু উপমার মতো দুজনকে দেখতে পেয়ে চমকে যায় সোহেল। এদিকে উইলের শর্ত মতো একাধিক নারীসঙ্গ প্রমাণিত হলে সবকিছু থেকেই বঞ্চিত হবে সে। সোহেল এখন কী করবে? এগিয়ে যায় নাটকের গল্প...
আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।
গত শনিবার রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। প্রায় ৪ মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে। এ নিয়ে কথা বলেছেন তিনি
‘প্রেমের দোকানদার’ আইটেম গানের সাড়া কেমন পাচ্ছেন?
আমার কাছে তো খুব ভালো রেসপন্স আসছে। বিভিন্ন মাধ্যমে গানটি ও আমার পারফরমেন্সের প্রশংসা পাচ্ছি। গানটিতে নেচে আমারও ভালো লেগেছে। কারণ সব সময় এতো সুন্দর গান পাওয়া যায় না। কনা আপু কি সুন্দর গেয়েছেন। এই গানে আমাকে গল্পের প্রয়োজনেই প্রেজেন্ট করা হয়েছে। বাড়তি কিছুই করিনি। ছবিটি দেখার পর গানটির সঙ্গে দর্শক আরও সংযোগ স্থাপন করতে পারবেন। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটি সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন। আমি এই সিরিজে অভিনয় করেছেন ‘মিস শায়লা’ চরিত্রে। দীর্ঘদিন পর পরিচালক রায়হান রাফীর সঙ্গে কাজ করলাম। ‘ব্ল্যাক মানি’ সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।
প্রথমবার ওয়েব সিরিজ। কেমন অভিজ্ঞতা হলো?
সিনেমা, বিজ্ঞাপনচিত্রসহ সব মাধ্যমে কাজ করেছি। বাদ ছিল শুধু ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল। কিন্তু গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। এটা আমার প্রথম সিরিজ, ওয়েব সিরিজ করার আগ্রহ থেকেই এটির কাজ করা। সবচেয়ে বড় কথা, আমার নায়িকাজীবনের প্রথম সিনেমা ‘পোড়ামন টু’র পরিচালক রায়হান রাফী এই সিরিজের নির্মাতা। চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলুর মতো গুণী অভিনয়শিল্পীরা আছেন, তাদের সঙ্গে কাজ করে শিখতে পারব। এই শেখার লোভ থেকে কাজটি করা। শিখেছিও।
সিরিজটি নিয়ে প্রত্যাশা কেমন?
প্রতিটি কাজ অনেক পরিশ্রম, অনেক যত্ন নিয়ে করি আমরা। তাই চাইবো, দর্শক কাজটি দেখুক, তাদের ফিডব্যাক জানাক। ‘ব্ল্যাক মানি’ ভালো একটি ওয়েব সিরিজ, ভালো একটি কাজ- এইটুকুই। এর বাইরে আলাদাভাবে কিছু আমার অভিনয়জীবনে যোগ করবে না।
অনেক দিন ধরে আপনার নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর নেই...
শিগগিরই নতুন ছবির খবর জানাবো। এর আগে আমি কী করেছি, না করেছি-ওগুলো সব ভুলে গিয়ে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার জন্য চিন্তাভাবনা করছি। নতুনভাবে পূজা ফিরে আসুক, সেটাই চাইছি। ওই প্রস্তুতিটাই নিচ্ছি।
শাকিব খানের সঙ্গে এখন আপনাকে নিয়মিত বিভিন্ন ইভেন্টে দেখা যাচ্ছে...
এসব ইভেন্টে শুধু যে শাকিব ভাই আছেন, তা নয়। আরও অনেক শিল্পী থাকেন। তার চেয়ে বড় কথা, আমি যে ব্র্যান্ডের সঙ্গে জড়িত, যে প্রতিষ্ঠানের আমি শুভেচ্ছাদূত, সেই প্রতিষ্ঠানকে তো আমাকে প্রমোট করতেই হবে। আর যেহেতু শাকিব খান প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন, তাকে তো থাকতেই হয়। এ কারণেই বিভিন্ন ইভেন্টে তার সঙ্গে দেখা যায় আমাকে।
গতকাল রোববার দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হিলসের বাংলোয় ভাঙচুর করেছে একদল দুষ্কৃতকারী। সন্ধ্যা থিয়েটারে রেবতী নামের এক নারীর মৃত্যুর বিচার চাইতে এ হামলা চালিয়েছে তারা। এ ঘটনার পর আল্লু অর্জুনের ছেলে–মেয়ে আল্লু অয়ান ও আল্লু অরহাকে তাদের দাদার বাসায় পাঠানো হয়েছে। সন্তানদের সুরক্ষার কারণে তাদের নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আল্লু অর্জুন।
আল্লু অর্জুনের বাসায় হামলাকারীদের শনাক্ত করেছে হায়দরাবাদ পুলিশ। তাদের ভাষ্য, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ অ্যাকশন কমিটির (জেএসি) আট সদস্য জোরপূর্বক আল্লু অর্জুনের বাসায় ঢুকে সম্পত্তি নষ্ট করেছে। পুলিশ এই আটজনকে গ্রেপ্তার করে জুবিলি হিলস থানায় রেখেছে। এর মধ্যে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা আল্লু অর্জুনের বাংলোর ভেতর ঢুকে তার সম্পত্তি নষ্ট করেছে। বাড়ির ভেতরের ফুলের টব ভাঙচুর করেছে। এই দক্ষিণি তারকার বাসা লক্ষ্য করে আক্রমণকারীরা টমেটো ছুঁড়েছে। আল্লু অর্জুনের বিরুদ্ধে তারা নানান স্লোগান দিয়েছে। এই প্যান ইন্ডিয়া তারকার বাংলোর নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের বাধা দিতে গেলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ জানিয়েছে, আল্লু সেই সময় বাসায় ছিলেন না।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি আল্লু অর্জুনের বাসায় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটে বিক্ষোভকারীরা আল্লু অর্জুনের বাসার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছিল। এই দক্ষিণি তারকার বাসার কিছু সম্পত্তি তারা নষ্ট করেছে। আল্লুর বাসা লক্ষ্য করে তারা টমেটো ছুড়েছে বলে অভিযোগ।
হামলাকারীদের দাবি ছিল, সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে রেবতীর মৃত্যুর জন্য আল্লু অর্জুনকে এক কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে।
৪ ডিসেম্বর আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন ৩৫ বছরের রেবতী। তার সঙ্গে ছিলেন স্বামী ভাস্কর ও ১৩ বছরের ছেলে শ্রীতেজ। এদিন রাতে শো চলাকালে আল্লু অর্জুন হঠাৎই সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। আর তখন এই দক্ষিণি তারকাকে দেখার জন্য দর্শকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহের মধ্যে একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিল। আর তখন ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে রেবতীর মৃত্যু হয়। তার ছেলে শ্রীতেজ গুরুতর আহত হয়ে এখনো চিকিৎসাধীন। আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশের অনুমতি না নিয়ে হঠাৎই থিয়েটারে গিয়েছিলেন। এ কারণে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে গাড়ির মধ্যে আল্লুর দুই সন্তান অরহা ও অয়ানকে। মেয়ে অরহার চোখে–মুখে বিরক্তির ছাপ দেখা গেছে। জানা গেছে, তারা তাদের দাদা আল্লু অরবিন্দের বাসায় গিয়েছে। আল্লু অর্জুন এখন পর্যন্ত তার বাসায় হামলা ও বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি।
গত রোববার রাতে আল্লু অরবিন্দ তার ছেলের বাসায় হামলা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আল্লু অরবিন্দ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। খ্যাতনামা এই চিত্রনির্মাতা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজ আমাদের বাড়িতে যা কিছু ঘটেছে, তা সবাই দেখেছেন। এখন সময় এসেছে আমাদের এর হিসাব অনুযায়ী কাজ করার। এখন কোনো বিষয়ের ওপর প্রতিক্রিয়া জানানোর জন্য সঠিক সময় নয়।’