করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- অপরাজিতাসহ তার পরিবারের আরও চারজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রকাশিত ওই প্রতিবেদনে জানা গেছে- কিছুদিন আগে অপরাজিতা আঢ্যর শাশুড়ির জ্বর এসেছিলো। তারপরই চিকিৎসক পরিবারের সকলের করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। ২১ তারিখ পরীক্ষার ফল আসে। যাতে দেখা যায় ৪ জনের রিপোর্ট পজিটিভ। ডাক্তারের পরামর্শ মেনে তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, প্রয়োজনীয় ডায়েট এবং ওষুধ খাচ্ছেন।
বিজ্ঞাপন
স্টার জলসার ‘হাসিওয়ালা কোম্পানি’র শুটিং করছিলেন অপরাজিতা আঢ্য। পাশাপাশি আরও কিছু প্রজেক্টে কাজ করছিলেন তিনি।
নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনটি প্রস্তাব দিলেন চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। আশির দশকের এই নায়কের দাবি নির্বাচন ব্যবস্থায় ‘না’ ভোট রাখতে হবে। পাশাপাশি আরও দুটি প্রস্তাব দিয়েছেন তিনি। আজ ২৪ নভেম্বর রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজের এক সভায় ইলিয়াস কাঞ্চন এই প্রস্তাব দেন।
সভায় নিজের প্রস্তাব তুলে ধরে চলে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন ‘না’ ভোট দেওয়া যায়, সেই ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। নির্বাচনে কারও প্রতি অন্যায় হলে তিনি মামলা করেন। সেই মামলা নিষ্পত্তি হতে হতে টার্ম (মেয়াদ) চলে যায়। তখন বাদী বিচার পান না।
তিনি প্রস্তাব দেন, নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে, যাতে কমিশনই দ্রুততার সঙ্গে বিচার করতে পারে। যেন বাদী বঞ্চিত না হন, তিনি তার অধিকার ফিরে পেতে পারেন।
আরেকটি প্রস্তাব সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, বিগত সরকারের সময় নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নানা কিছু কিনে অনেক টাকা তছরুপ করেছে।
যার কারণে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। স্বচ্ছতা কীভাবে নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। তা নাহলে জনগণের আস্থা ফেরত আসবে না, জনগণ মনে করবে এরাও আগের মতোই।
সভায় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সদস্য মো. আবদুল আলীম, জেসমিন টুলী প্রমুখ উপস্থিত ছিলেন।
‘তুফান’ সিনেমায় সফল হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টলিউড সুপারস্টার মিমি চক্রবর্তীর জুটি। বিশেষ করে ‘দুষ্টু কোকিল’ আইটেম গানে নেচে দর্শককে দারুণ আনন্দ দিয়েছেন তারা।
এবার শাকিবের নতুন ছবির আইটেম গানে দেখা যাবে টলিউডের আরেক সুপারস্টার নুসরাত জাহানকে। বাস্তব জীবনে মিমি আর নুসরাতের ভালো বন্ধুত্বের কথাও অনেকের জানা।
মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছবির প্রথম লটের শুটিং হয়েছে মুম্বাইয়ে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তার ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকা কলকাতার ইধিকা পাল। ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর প্রথম লটের শুটিং করেছেন পরিচালক। ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিং হবে।
এই ছবিরই আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। মুম্বাইয়ে গানটির শুটিংও করেছেন তিনি। এক সাক্ষাৎকারে নুসরাত নিজেই জানিয়েছেন খবরটি। তিনি বলেন, ‘একটা ভালো গানে পারফরম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। জাস্ট ওয়েট ফর দ্য সং।’
এর আগে শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘নাকাব’-এ অভিনয় করেছিলেন নুসরাত।
সম্প্রতি শাকিব খান জানিয়েছেন, ‘তুফান’-এর দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মাঝে দ্বন্দ্ব যেন থামছেই না! সুযোগ পেলেই একে অন্যকে খোঁচা মারতে ভোলেন না দুজন। এর আগেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দেশের শীর্ষ দুই নায়িকা। এবার আরেকটি ইঙ্গিতমূলক পোস্ট করে আলোচনায় অপু বিশ্বাস।
গত ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন। দিনটিতে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি। সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে। যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। তবে বুবলীর জন্মদিনের তিন দিন পর রবিবার (২৪ নভেম্বর) অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে একটি অট্টহাসির ইমোজি জুড়ে দেন তিনি।
সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই নায়িকা, এমনটাই ভাবছেন নেটিজেনরা। যদিও আইডিটি অপুর ভেরিফায়েড আইডি নয়।
তবে বিষয়টি ভালোভাবে নেননি নায়িকার ভক্তরাও। সামাজিক মাধ্যমে সমালোচনা চলছে। অপুকে উদ্দেশ করে অনেকে লিখেছেন, বুবলীকে নিয়ে আপনার হিংসা কমছে না। কারো মন্তব্য, আপনাদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। এমন কিছু পোস্ট দেখা গেছে নেটিজেনদের।
এর আগে, ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। ওই বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি। সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে। একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্যও করেন। এ ছাড়া শাকিব খান প্রসঙ্গেও প্রায়ই তর্কযুদ্ধে জড়াতে দেখা গেছে দুই নায়িকাকে।
এবারই প্রথম নয়, মানুষের অধিকার তো বটেই, অবলা প্রাণীর অধিকার নিয়েও বরাবরই সচেতন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার ফেসবুক ঘুরলে মানুষের সঙ্গে যতো ছবি পাওয়া যাবে, ঠিক ততোই পাওয়া যাবে কুকুর, বেড়ালসহ নানা পশু পাখির সঙ্গে ছবি। তিনি এসব প্রাণীর জন্য নানা ধরনের কাজও করেন।
ফলে রাজধানীর মোহাম্মাদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার ঘটনায় দারুণভাবে ভেঙে পড়েছেন নওশাবা। প্রথমে এই ঘটনার প্রতিবাদ করেন সোশ্যাল মিডিয়ায়। এরপর তিনি জনমত গড়ে তুলতে একাধিক পোস্টও করেন। আর আজ জানালেন, এই ঘটনার তদন্তের স্বার্থ নিয়ে তিনি থানায় জিডি পর্যন্ত করলেন।
গতকাল ২৩ নভেম্বর ‘পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষে এর সমন্বয়ক অভিনেত্রী নওশাবা আহমেদ রাজধানীর আদাবর থানায় জিডি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিডির কপির একটি ছবি প্রকাশ করেছেন নওশাবা। যার ক্যাপশনে সবাইকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা আপনার থানার অন্তর্গত জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণী অধিকারকর্মীরা জানতে পারি যে, জাপান গার্ডেন সিটিতে আবাসিক এলাকায় বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও ১টি বিড়াল হত্যা করা হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘মানুষের সঙ্গে এমন কিছু হলে আমরা মানববন্ধন করি, বিচার চাই। কিন্তু পশু-পাখিরা তো বোবা প্রাণী। ওদের কোনো সমস্যা হলে ওরা নিজেদের জন্য কিছু করতে পারে না। সে জায়গা থেকে আমরা দায়িত্ববান যারা আছি, তাদের উচিত এসব নিষ্ঠুরদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।’
তিনি আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে করছি। আশা করছি সাধারণ সচেতন নাগরিক যারা আছেন তারাও এসব বিষয়ে প্রতিবাদ করবে এবং মানুষের মতো ওদের যে একটা বাঁচার নিশ্চয়তা সেটা নিশ্চিত করবে। ইতোমধ্যে আমরা জিডি করেছি। পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাব।’
জানা যায়, রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। ফলে এসব প্রাণীর দ্বারা প্রায়ই বিড়ম্বনার শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুর নিয়ে অভিযোগ এনে পোস্ট করেছেন অনেকেই। এতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে।
এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। তারই বাস্তবায়ন হয় শুক্রবার দিবাগত রাতে। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।