১৪ মাস লেগেছে কঙ্গনার এই লেহেঙ্গা তৈরি করতে
সম্প্রতি উদয়পুরে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে প্রেমিকা ঋতুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কঙ্গনা রনৌতের ছোট ভাই অক্ষিত। যার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে শেয়ার করেছিলেন বলিউডের এই অভিনেত্রী।
নব-দম্পতির পাশাপাশি নিজেরও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন কঙ্গনা রনৌত। যেখানে দেখা যাচ্ছে- ভাইয়ের বিয়েতে নীল ও বেগুনি রঙের কম্বিনেশন তৈরি একটি লেহেঙ্গা পরেছিলেন কঙ্গনা। পোশাকের সঙ্গে মিলিয়ে জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জীর নকশা করা গহনা পরেছিলেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। আর খোঁপায় দিয়েছিলেন লাল গোলাপ।
Everyone who is asking about my lehnga, its a gujrati bandhani lehnga which took almost 14 months to be made, a dying art I am privileged enough to be able to support, designer Anuradha Vakil made this dream come true and my friend SabhyaSachi designed the jewellery for me ? pic.twitter.com/94ecK39xc0 — Kangana Ranaut (@KanganaTeam) November 12, 2020
ছবির পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছিলেন কঙ্গনা। যার ক্যাপশনে তিনি জানান, সুন্দর এই লেহেঙ্গাটি বানাতে প্রায় ১৪ মাস সময় লেগেছে। এ প্রসঙ্গে তার ভাষ্য, “যারা আমার নীল লেহেঙ্গার ব্যাপারে প্রশ্ন করছেন, জানতে আগ্রহী, তাদের বলছি, এটা গুজরাটি বাঁধনি লেহেঙ্গা। বানাতে সময় লেগেছে প্রায় ১৪ মাস। বিলুপ্তপ্রায় শিল্পটিকে তুলে ধরতে পেরে আমি গর্বিত।”
জানা গেছে, এই বলিউড নায়িকা তার ভাইয়ের বিয়েতে প্রচুর খরচ করেছেন। তিনি নিজেই ৬ কোটি রুপির বেশি ব্যয় করেছেন বলে শোনা যাচ্ছে। এছাড়া নিজের জুয়েলারির পেছনে খরচ করেছেন ৪৫ লাখ রুপির বেশি। আর অনুরাধা বকিলের ডিজাইন করা লেহেঙ্গার জন্য কঙ্গনা ব্যয় করেছেন ১৮ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা।