বাদশার গানে নিউজিল্যান্ড পুলিশের নাচ
সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখন প্রায় সময়ই দেখা যায় ভাইরাল হওয়া নানা ছবি ও ভিডিও। এরই ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন গীতা মোহন নামের এক নারী। যা রীতিমতো ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, আলোর উৎসব অর্থাৎ দিওয়ালির দিন বলিউডের জনপ্রিয় র্যাপ তারকা বাদশার গাওয়া ‘লাড়কি বিউটিফুল’ ও ‘কালা চশমা’ গানের তালে কোমর দুলিয়েছেন নিউজিল্যান্ডের ওয়েলিংটন পুলিশ অ্যাকাডেমির বেশ কয়েকজনকে।
আলোর উৎসবে শুধু নিউজিল্যান্ড পুলিশ নয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ভার্চুয়ালি সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছিলেন।
#Diwali
New Zealand police officers celebrating Diwali at Wellington Police Academy.
Lovely!! #HappyDiwali@nzpolice @IndiainNZ @NZinIndia@MukteshPardeshi @BhavDhillonnz @NZPoliceMedia pic.twitter.com/FeoRJ4N59Tবিজ্ঞাপন— Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) November 18, 2020
জাস্টিন ট্রুডোর পাশাপাশি মার্কিন গায়িকা মেরি মেলবিন ‘ওম জয় জগদীশ হরে’ গানটি গেয়ে ইউটিউব ও ইনস্টাগ্রামে শেয়ার করে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছিলেন।