গিটার হাতে সুরের ঝংকার তুললেন লাকি
লাকি আলিকে চেনেন না এমন মানুষ খুব কমই আছে। নব্বই দশকে তার গলার মাদকতা ঝড় তুলতো আসমু্দ্রহিমাচলের মনে। ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির ‘না তুম জানো না হাম’ থেকে শুরু করে ‘এক পাল কা জিনা’, ‘ও সানাম’, ‘কিতনি হাসিন জিন্দেগি’, ‘সফরনামা’, ‘হেইরাত’, ‘কাভি অ্যায়সা লাগতা হ্যায়’, ‘আহিস্তা আহিস্তা’, ‘নাশা নাশা’র মতো অসংখ্য জনপ্রিয় গান শোনা গেছে তার কণ্ঠে।
বয়স ৬২ বছর কোটা পাড় করলেও আর অসুস্থতার ভারে গলা ভাঙলেও মাদকতায় কোনও খামতি নেই লাকি আলির কণ্ঠে। সম্প্রতি ফের গিটার হাতে সুরের ঝংকার তুললেন লাকি। গোয়ায় দেশি-বিদেশি দর্শকদের মাঝে আচমকাই গাইতে শুরু করলেন ‘ও সানাম’।
লাকি আলির ‘ও সানাম’ গানটির সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন অভিনেত্রী নাফিসা আলি। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “লাকি আলি লাইভ….আরামবোলে- একদম অপ্রত্যাশিত ও অপরিকল্পিত। স্বপ্নের বাগানে….।”
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশের পর এর ভিউ সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে।
বিখ্যাত বলিউড অভিনেতা মেহমুদের ছেলে লাকি আলি। তবে অভিনয়ের থেকে সংগীতই তাকে টেনেছে বরাবর। লাকির প্রথম অ্যালবাম ‘শুনোহ’। এই অ্যালবামেরই গান ‘ও সানাম’। ‘সুর’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন ৬২ বছর বয়সী এই তারকা।