মুম্বাইয়ের নাইটক্লাব থেকে গ্রেফতার হৃতিকের প্রাক্তন স্ত্রী
করোনাবিধি লঙ্ঘন করে রাতভর পার্টি করায় মুম্বাইয়ের একটি নাইটক্লাব থেকে গ্রেফতার করা হয়েছে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানা খান, সংগীতশিল্পী গুরু রানধাওয়া, ক্রিকেটার সুরেশ রায়না এবং ৭ জন ক্লাব কর্মীসহ মোট ৩৪ জনকে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোরে মুম্বাইয়ে ড্রাগনফ্লাই ক্লাব থেকে গ্রেফতার করা হয় তাদের।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- মুম্বাই এয়ারপোর্টের কাছে অবস্থিত এই ক্লাবে ২২ ডিসেম্বর ভোরে হানা দেয় মুম্বাই পুলিশের একটি দল। ক্লাবে উপস্থিত সকলের উপর করোনাবিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে।
মুম্বাই পুলিশের যৌথ পুলিশ কমিশনার বিশ্বাস নাগরে পাতিল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা ছাড়াও বম্বে পুলিশ আইন ও মহামারি আইনে এফআইআর দায়ের করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে।
গ্রেফতার হওয়ার ৩৪ জনের মধ্যে ১৯ জন দিল্লি ও পাঞ্জাবের বাসিন্দা টুইট বার্তায় জানিয়েছে মুম্বাই পুলিশ। পাশাপাশি বাদশার গানের লাইন ধার করে তাদের সাফ বক্তব্য, ‘পার্টি নেহি চালেগি টিল ৬ ইন দ্য মর্নিং'।