টম হিডেলস্টোনের কাছে বলিউড মানে শাহরুখ
‘থর’ ও ‘থর: রগনারোক’ ছবি দুটি যারা দেখেছেন তারা সকলেই পরিচিত আছেন লোকি নামটির সঙ্গে। থরের (ক্রিস হেমসওয়ার্থ) ভাই লোকি (টম হিডেলস্টোন)।
আজ (৯ জুন) ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়ামে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘লোকি’। এতেও প্রধান চরিত্রে পাওয়া যাবে টম হিডেলস্টোনকে।
‘লোকি’র মুক্তি উপলক্ষে ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়ামের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে টম হিডেলস্টোনের একটি ভিডিও।
প্রকাশ করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি র্যাপিড-ফায়ারে অংশ নিয়েছেন টম। যেখানে তাকে প্রশ্ন করা হয় ভারত নামটি শুনলে তার মাথায় প্রথম কী আসে। জবাবে টম জানান, শাহরুখ খান।
এরপর টমের কাছে জানতে চাওয়া হয় বলিউড প্রসঙ্গে। এই প্রশ্নটির জবাবে হলিউডের এই অভিনেতা বলেন, ‘যদি শাহরুখের নাম আরও একবার নেওয়া যায় তাহলে শাহরুখ।’
Tom Hiddleston’s cheekbones and wit cut sharper than glass and we are here for it! ?? Watch #Loki streaming June 9 pic.twitter.com/FodbnUS61j — Disney+HotstarPremium (@DisneyplusHSP) June 8, 2021
ভারতের একটি শহরের নাম জানতে চাওয়া হয়েছিলো টমের কাছে। যার জবাবে তিনি নিয়েছেন চেন্নাই শহরের নাম। সেই সঙ্গে তিনি জানিয়েছেন তার বোন সেখানেই থাকেন। এমনকি তিনি নিজেও সেখানে কয়েকবার গিয়েছেন।
মজার বিষয় হলো- টম তার বোনকে ‘আক্কা’ বলে সম্বোধন করেন। মূলত তামিল ভাষায় বড় বোনকে ‘আক্কা’ নামে ডাকা হয়।