বোনের ছবি দেখে হিংসা হচ্ছে প্রিয়াঙ্কার
গত মার্চে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিনীত ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’। যেখানে বলিউডের এই অভিনেত্রীর সহশিল্পী হিসেবে ছিলেন অর্জুন কাপুর। ভালোই ব্যবসা করেছে ছবিটি। সেই সঙ্গে ফিল্মি বোদ্ধাদের বেশ প্রশংসাও কুড়িয়েছে ছবিটি।
‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’র সফলতার পরই ঘুরতে বেড়িয়ে পড়েছেন ছবির অভিনেত্রী পরিণীতি চোপড়া। বর্তমানে তিনি আছেন তুরস্কে।
বুধবার (৯ জুন) তুরস্কের সমুদ্র সৈকতের সাদা বালিতে কালো বিকিনি পরে তোলা একটি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন পরিণীতি চোপড়া। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ছবি তোলার আগে আমি প্রাণায়ম করছিলাম… আচ্ছা ঠিক আছে, এটা একটা মিথ্যে কথা।’
পরিণীতি ছবিটি প্রকাশ করার পরই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। তাতে বয়ে যেতে থাকে লাইক, শেয়ার ও কমেন্টের বন্যা। তবে এতো এতো কমেন্টের মধ্যে সকলের নজর কেড়েছে একটি কমেন্ট। আর সেটি করেছেন পরিণীতির বোন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার নাকি পরিকে দেখে হিংসা হচ্ছে।
প্রিয়াঙ্কা লিখেছেন ‘আমার হিংসা হচ্ছে’।
একইদিন ছবিটি প্রকাশের পাশাপাশি ‘আস্ক মি অ্যানি কোয়েশ্চেন’ সেশনেও অংশ নিয়েছিলেন পরিণীতি চোপড়া। যেখানে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি মার্চ থেকে দেশের বাইরে আছি। আমি সত্যি ভাগ্যবান যে এরকম খারাপ সময়ে এরকম মুক্তভাবে ঘুরে বেড়াতে পারছি। যদিও এই সৌভাগ্যকে আমি ভুলভাবে ব্যবহার করছি না।’