‘নিশা লাগিলো রে’র ক্যামেরার পেছনের গল্প

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘নিশা লাগিলো রে’ গানের পোস্টারে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন

‘নিশা লাগিলো রে’ গানের পোস্টারে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন

গত বছর ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে আলোচনার সৃষ্টি করেছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। কেননা গানটি যেমন বিতর্কিত হয়েছিলো, ঠিক একইভাবে জনপ্রিয়তাও পেয়েছিলো বেশ।

 

বিজ্ঞাপন

সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় সম্প্রতি ‘নিশা লাগিলো রে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা জুটি।

আগের মতো এবারের গানটিও বেশ সাড়া ফেলেছে শ্রোতা মহলে। মাত্র এক সপ্তাহে দুই মিলিয়ন ভিউ হয়েছে গানটির।

বিজ্ঞাপন

সম্প্রতি গানটি নির্মাণের পেছনের গল্প শেয়ার করে একটি ভিডিও প্রকাশ করেছেন পার্থ বড়ুয়া।

ভিডিও ক্যাপশনে পার্থ বড়ুয়া লিখেছেন, “আমাদের প্রতিটি প্রয়াসের পেছনে থাকে হরেক রকমের গল্প, থাকে অনেকগুলো সঙ্গীতপ্রেমী মানুষের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রম। ‘নিশা লাগিলো রে’ পরিবেশনার অন্তরালেও ছিল আত্মনিবেদনে মুখর সব মুহূর্ত। ইতিমধ্যেই গানটি আপনাদের সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে শক্ত করে, গানটি প্রতি ঘণ্টায় প্রায় ২০ হাজারেরও বেশী মানুষ দেখছেন। গানটি রিলিজের পর নতুন করে ইউটিউবে যুক্ত হয়েছে প্রায় ২৫০০০ হাজার নতুন সাবস্ক্রাইবার। সব আয়োজনের মত আমাদের এই পরিবেশনাটিকেও ভালোবেসে সাদরে গ্রহণ করে আমাদের প্রয়াসকে সার্থক করার জন্য অসংখ্য ধন্যবাদ।”

 

গত ১৯ জুলাই আইপিডিসি আমাদের গান নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে চঞ্চল-শাওনের ‘নিশা লাগিলো রে।’

‘নিশা লাগিলো রে’ গানটির কথা ও সুর হাসন রাজার। এটি পরিচালনার দায়িত্বে ছিলেন রাশিদ খান ও পার্থ বড়ুয়া। পাশাপাশি সঙ্গীত পরিচালনাও করেছেন পার্থ।